X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড পেলো ১৯টি সেরা উদ্ভাবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৯:০০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০০:০২

বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড পেলো ১৯টি সেরা উদ্ভাবন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের (বিআইসি) আয়োজনে প্রথমবারের মতো হয়ে গেলো বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড। এতে দেশের সেরা ১৯টি উদ্ভাবনী কাজকে পুরস্কৃত করা হয়। গত ২১ অক্টোবর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইনোভেশন অ্যাওয়ার্ডের প্রধান বিভাগগুলো ছিল ক্ষেত্র-ভিত্তিক। এতে বিবেচিত হয়েছে আর্থিক খাত, পোশাক খাত, স্বাস্থ্যসেবা, এসডিজি অন্তর্ভুক্তকরণ, প্রক্রিয়া, পণ্য উন্নয়ন, স্টার্টআপ, সামাজিক ও প্রযুক্তি খাত। এছাড়া ‘মাস্টার অব রিইনভেনশন’ নামে একটি বিশেষ শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।

সেরা স্টার্টআপ ইনোভেশন হিসেবে পুরস্কৃত হয়েছে সেবা এক্সওয়াইজেড। আর্থিক খাতে সেরা ইনোভেশনের পুরস্কার পেয়েছে বিকাশ কাস্টমার অ্যাপ। সেরা টেকনোলজি ইনোভেশন ছিল ব্রিলিয়ান্ট আইডিয়াস লিমিটেডের ‘ট্রাক লাগবে’ অ্যাপ।

এসডিজি অন্তর্ভুক্তকরণ খাতে সেরা ইনোভেশন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পানি বিশুদ্ধকরণ প্রকল্প ‘প্রবাহ’। আর্সেনিক প্রবণ এলাকাগুলোতে বিশুদ্ধ খাবারের পানি সরবরাহের অংশ হিসেবে এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে ৭৩টি বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড পেলো ১৯টি সেরা উদ্ভাবন বিজয়ীদের নির্বাচনের জন্য দুটি বিচারিক অধিবেশন অনুষ্ঠিত হয়। পণ্য, সেবা কিংবা প্রক্রিয়া খাতে যেকোনও ধরনের অগ্রগতি, তাদের নতুনত্ব, বাজারের চাহিদা, অর্থনৈতিক প্রভাবের ওপর বিশেষজ্ঞদের মনোনয়নগুলো মূল্যায়ন করা হয়।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, ‘দেশের উদ্ভাবনী ক্ষেত্রে স্টার্টআপ প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সাফল্য ও সৃজনশীলতাকে উদ্দীপনবা দিতেই ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল উদ্ভাবনকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে উদ্ভাবনী শক্তিকে উদ্দীপ্ত করে দেশের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে উদ্যোগটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিআইসি’র উদ্যোগে দেশের চার বিভাগে চারটি ইনোভেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়। এই আয়োজন সঞ্চালনা করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা। এছাড়া উদ্বোধন করা হয় বাংলাদেশ ইনোভেশন ব্লগের ওয়েবসাইট।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ