X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারি মেডিক্যাল কলেজের আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ২৩:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:২৯

 

প্রাক-বাজেট বৈঠকে বেসরকারি মেডিক্যাল কলেজের আয়ের ওপর কর অব্যাহতির জন্য এনবিআরকে প্রস্তাব দেওয়া হয়।

বেসরকারি মেডিক্যাল কলেজের আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। বুধবার (৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সভায় সংগঠনটির নেতারা এই প্রস্তাব করেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সভায় সংগঠনটির নেতারা আগামী বাজেটে চিকিৎসা সরঞ্জাম ( ইক্যুইপমেন্ট) আমদানিতে শুল্ককর অব্যাহতিসহ বেসরকারি স্বাস্থ্য খাতের জন্য নির্দেশনা রাখারও প্রস্তাব করেন।

সভায় বিপিএমসিএ সভাপতি এমএ মুবিন খান বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য খাতে সরকারের পাশাপাশি প্রায় ৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অবদান রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ১ লাখ ৬০ হাজার চিকিৎসক প্রয়োজন। এ মুহূর্তে রয়েছে ৮০ হাজারের মতো। তবে সংখ্যায় ৮০ হাজার হলেও বাস্তবের চাহিদার তুলনায় তা অনেক কম। বেসরকারি মেডিক্যাল কলেজ বিজনেস বা জেনারেল হাসপাতালের মতো নয়। এসব হাসপাতাল মূলত ‘টিচিং হসপিটাল’।

তিনি দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বেসরকারি মেডিক্যাল কলেজ একটি অলাভজনক প্রতিষ্ঠান। সে অনুযায়ী এসব মেডিক্যালে ২৫ শতাংশ রোগীকে বাধ্যতামূলকভাবে বিনামূল্যে চিকিৎসা দিতে হয়। শিক্ষার্থীরা রোগী নিয়ে প্র্যাক্টিস করে। সে কারণে বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বাণিজ্যিক হাসপাতালগুলোর মতো নয়। তিনি বলেন, ২০১১ সালের আগ পর্যন্ত শিক্ষার্থীদের ওপর কোনও ট্যাক্স-ভ্যাট ছিল না। ২০১১ সালের পর আয়ের ওপর ১৫ শতাংশ করারোপ করা হয়।

তিনি উল্লেখ করেন, অলাভজনক বলে করারোপ নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। ভালো চিকিৎসক তৈরি করতে গেলে ভালো টিচার ও ইক্যুইপমেন্ট দরকার। গুণগত শিক্ষা নিশ্চিত ও ভালো চিকিৎসক তৈরির স্বার্থে এই কর অব্যাহতি দেওয়া উচিত।

সংগঠনের উপদেষ্টা ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবা খাতে ৬৫ শতাংশ অবদান রাখছে বেসরকারি মেডিক্যাল ও হাসপাতাল। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে প্রতিবছর ৬ হাজার শিক্ষার্থী ভর্তি হয়, ৬ হাজার চিকিৎসক তৈরি হয়। যেখানে সরকারি মেডিক্যালগুলো থেকে বের হয় মাত্র সাড়ে ৩ হাজার চিকিৎসক। এসব চিকিৎসক দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখেন। সরকারি ৫০ শতাংশ মেডিক্যাল কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই। আমাদের শিক্ষকরা গিয়ে লেকচার দেন, পরীক্ষা নেন। সীমাবদ্ধতার পরও আমরা উন্নত শিক্ষার পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করার চেষ্টা করি। মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে ইক্যুইপমেন্ট আমদানিতে ২২-২৫ শতাংশ শুল্ককর দিতে হয়; যা শূন্য করে দেওয়া হলে ভালো শিক্ষা নিশ্চিত করা সম্ভব।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতি চক্রবর্তী বলেন, মেডিক্যাল ইক্যুইপমেন্ট, অ্যাম্বুলেন্স, চিকিৎসকের পরিবহনে গাড়িসহ অন্যান্য খাতে খরচ কমাতে পারলে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও রোগীদের কমমূল্যে চিকিৎসা দিতে পারবো। লাইফ সেভিং মেশিন মোট ইক্যুইপমেন্টের মধ্যে মাত্র ২৫ শতাংশ; যার আমদানি শুল্ককরমুক্ত। বাকি ৭৫ শতাংশ ইক্যুইপমেন্ট বড় বড়। তিনি ৭৫ শতাংশ ইক্যুইপমেন্ট, অ্যাম্বুলেন্স, পরিবহন আমদানি শুল্ককর প্রত্যাহার, কলেজের জমি ক্রয়ে করমুক্ত সুবিধা, মেডিক্যাল কলেজ ভবনের ভাড়ার ওপর ভ্যাট ৪ শতাংশ করার সুপারিশ করেন তিনি। একইসঙ্গে আগামী বাজেটে বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের উন্নয়নে নির্দেশনা রাখার দাবি জানান তিনি।

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক চিকিৎসক তাদের আয়ের এক-চতুর্থাংশ আয়কর ফাইলে দেখান না। আবার অনেক চিকিৎসক আছেন যারা তার পুরো আয়ই দেখান। এদের কাউকে আমরা ধরতে পারি, আবার কাউকে পারি না। তবে আমরা ডাক্তার, আইনজীবীসহ অন্যান্য পেশাজীবীদের কাছে একটা অনুরোধ রাখবো তারা যেন নৈতিকতা মেনে চলেন।

 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা