X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম জিআইএস গ্রিড সাবস্টেশন নির্মাণ করছে পিজিসিবি, চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ২২:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২২:৫৮

চট্টগ্রামের মদুনাঘাটে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন জিআইএস গ্রিড সাবস্টেশন নির্মাণ উপলক্ষে জাপান ও চীনের যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পিজিসিবি

চট্টগ্রামের মদুনাঘাটে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম জিআইএস গ্রিড সাবস্টেশন নির্মাণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লাভিত্তিক ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ মদুনাঘাট হয়ে ঢাকার দিকে সঞ্চালনের লক্ষ্যে এ গ্রিড সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে। পুরো সাবস্টেশনটি জাপানি প্রযুক্তিতে তৈরি করা হবে।

কাজটি সম্পন্ন করতে আজ রবিবার (২৮ এপ্রিল) পিজিসিবির প্রধান কার্যালয়ে জাপানের হিটাচি করপোরেশন ও চীনের ইটার্ন এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন চারটি গ্রিড সাবস্টেশন চালু থাকলেও সেগুলো এয়ার ইনস্যুলেটেড সুইচগিয়ার (এআইএস) প্রযুক্তির। এই সাবস্টেশন নির্মাণ ও পরিচালনায় বেশি ভূমির প্রয়োজন হয়। অন্যদিকে, সর্বাধুনিক গ্যাস ইনস্যুলেটেড সুইচগিয়ার (জিআইএস) প্রযুক্তির সাবস্টেশন নির্মাণে ভূমি কম লাগবে, দক্ষতাও (এফিসিয়েন্সি) তুলনামূলক বেশি। জিআইএস প্রযুক্তির সাবস্টেশন দেশে নতুন নয়। তবে সেগুলো ২৩০ কেভি অথবা ১৩২ কেভি ক্ষমতার জিআইএস সাবস্টেশন। মদুনাঘাটে জিআইএস প্রযুক্তিতে প্রথম ৪০০ কেভি ক্ষমতার গ্রিড সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী ৩৪ মাসের (দুই বছর ১০ মাস) মধ্যে যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান টার্ন কি পদ্ধতিতে মদুনাঘাট ৪০০/২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড সাবস্টেশন নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে। এ কাজে ব্যয় হবে প্রায় ৫৩১ কোটি টাকা। উন্নয়ন সহযোগী সংস্থা ‘জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)’ এবং পিজিসিবি এ কাজে অর্থায়ন করছে।

অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এবং ইটার্ন-হিটাচি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ডি কে এম ফজলুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

গ্রিড সাবস্টেশনটিতে জাপানের হিটাচি করপোরেশনের ৫০০/৭৫০ এমভিএ ক্ষমতার তিনটি ট্রান্সফরমার বসানো হবে। এছাড়াও ৪০০ কেভি ক্ষমতার ছয়টি বে, দুইটি বাস কাপলার, দুইটি সেকশন এবং দুইটি বাস বিটি স্থাপন করা হচ্ছে। ২৩০ কেভি অংশেও একই সংখ্যক যন্ত্রাংশ থাকবে। পিজিসিবির নেওয়া ‘ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেংথদেনিং প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও খোন্দকার মো. আবদুল হাই, প্রকল্প পরিচালক বজলুল মুনীর এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ইমতিয়াজ আহমেদসহ উভয়পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ