X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাজে ফিরেছেন পায়রার শ্রমিকরা: বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ২০:৪২আপডেট : ২০ জুন ২০১৯, ২০:৪৫

পায়রা বিদ্যুৎকেন্দ্র পায়রা বিদ্যুৎকেন্দ্রে চীন এবং বাংলাদেশের সব শ্রমিকই কাজে যোগ দিয়েছেন। এখন কেন্দ্রটিতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে গত ১৭ ও ১৮ জুন যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, নিহত শ্রমিক সাবিন্দ্র দাস কাজের সময় নিরাপত্তার জন্য ব্যবহৃত সব সরঞ্জাম পরিহিত ছিলেন। কিন্তু শেষবার তিনি সেফটি বেল্টের হুক যথাস্থানে স্থাপন না করায় ওপর থেকে পড়ে প্রাণ হারান। এখান থেকেই ঘটনার সূত্রপাত। পরে রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ১০ জন বাঙালি এবং ৬ জন চীনা শ্রমিক আহত হন। এসময় চীনা শ্রমিক ঝাং ইয়াং ফাং পড়ে গিয়ে মাথায় আঘাত পান। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তবে এ ঘটনায় আহত দুই দেশের অন্য শ্রমিকদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। তবু তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম।

প্রসঙ্গত, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে বিসিপিএল। চীন এবং বাংলাদেশের সমান অংশীদারিত্বে কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। আগামী নভেম্বরে এটি উৎপাদনে আসার কথা।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ