X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ১৫:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৫:৩৯

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গত কার্যদিবসের মুলনায় বৃদ্ধি পেয়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইর সব সূচক সামান্য বাড়লেও কমেছে সিএসইর সব সূচক।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৪১ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৮ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৭ লাখ টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৪ পয়েন্ট। আর সিএসসিএক্স কমেছে ৬ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র  ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৮৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৮২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে এবং ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৫০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, ইবনে সিনা, আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স, বারাকা পাওয়ার, আইটিসি, ওরিয়ন ইনফিউশন এবং ড্রাগন সোয়েটার।
বুধবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৮২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ০৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২৬ পয়েন্ট কমে ৯৮৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ১৬ পয়েন্ট কমে ১২ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, আইটিসি, লংকা-বাংলা ফিন্যান্স, কেডিএস এক্সেসরিস, ড্রাগন সোয়েটার, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট এবং সামিট পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা