X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইষ্টার্ণ রিফাইনারীর দ্বিতীয় ইউনিট নির্মাণের পরামর্শক ভারতের ইআইএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:০০

ইষ্টার্ণ রিফাইনারী জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইষ্টার্ণ রিফাইনারী লিমিটেডের দ্বিতীয় ইউনিট নির্মাণ প্রকল্পের পরামর্শক হিসেবে ভারতের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডকে (ইআইএল) দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রামে কোম্পানির কনফারেন্স রুমে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
ইষ্টার্ণ রিফাইনারির পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিএল) পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) মোসলেহ উদ্দিন এবং ইআইএল’র পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক উপেন্দ্র মহেশ্বরী চুক্তিতে সই করেন।
এ সময় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি সই শেষে মোসলেহ উদ্দিন বলেন, বছরে বিপিসির আমদানি করা ৫০ লাখ টন ক্রুড ওয়েলের মাত্র ১৩ লাখ টন পরিশোধন করে ইষ্টার্ণ রিফাইনারী। তাই দ্বিতীয় ইউনিট নির্মাণ শেষ হলে প্রতি বছর ৩০ লাখ টনের বেশি তেল পরিশোধন করা সম্ভব হবে। এছাড়া পকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ৩০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জানা যায়, চুক্তি সইয়ের মধ্যদিয়ে প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম শুরু হল।  ইআইএল পরামর্শকের দায়িত্ব পেলেও প্রকল্প নির্মাণের মূল দায়িত্ব পালন করবে ইষ্টার্ণ রিফাইনারীর নির্মাতা প্রতিষ্ঠান টেকনিপ। আর ইআইএল শুধুমাত্র প্রকল্পের নকশা তৈরি ও নির্মাণ কার্যক্রম দেখভাল করবে।
ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান টেকনিপের তত্ত্বাবধানে ১৯৬৮ সালে ইষ্টার্ণ রিফাইনারী প্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য আবারও চুক্তি করা হয় টেকনিপ কর্তৃপক্ষের সঙ্গে।
সমঝোতা স্মারক অনুযায়ী ১ হাজার ৫শ’ কোটি ডলারের এই প্রকল্পে ৬শ’ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ফ্রান্স। বাকি ৯শ’ কোটি ডলার নিজস্ব অর্থায়নে যোগান দিতে হবে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!