X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইভিসি মিটার স্থাপনে কচ্ছপ-গতিও নেই

সঞ্চিতা সীতু
২০ মার্চ ২০২৪, ২৩:০০আপডেট : ২০ মার্চ ২০২৪, ২৩:২৯

দশ বছরেও দেশের এক-তৃতীয়াংশ গ্রাহক ইলেকট্রনিক ভলিউম কারেকটর (ইভিসি) মিটার পায়নি। গ্যাস বিতরণ কোম্পানি ইচ্ছাকৃত ইভিসি মিটার স্থাপন করছে না বলে অভিযোগ রয়েছে। জ্বালানি বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাগিদ দেওয়ার পরও ইভিসি মিটার স্থাপনে কচ্ছপ-গতি অতিক্রম করা সম্ভব হচ্ছে না।

স্বয়ং জ্বালানি বিভাগ তাদের বার্ষিক প্রতিবেদনে বলছে, সারা দেশে ৩ হাজার ২৩৩ জন গ্রাহক ইভিসি মিটার পেয়েছেন। কিন্তু বিতরণ কোম্পানি ভেদে ইভিসি মিটার পাওয়ার মতো গ্রাহক রয়েছে সারা দেশে ৯ হাজার ৯৫২টি।

শিল্প, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনগুলোতে ইভিসি মিটার স্থাপন করার নির্দেশনা দেয় সরকার। একজন গ্রাহক যে চাপে গ্যাস পাচ্ছেন সেই চাপ অনুযায়ী তার গ্যাস বিল প্রস্তুত করার জন্যই ইভিসি মিটার স্থাপন করা হয়।

ধরা যাক, কোনও একজন গ্রাহক ১৫ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাসের চাপের একক) চাপে গ্যাসের সংযোগ নিয়েছেন। কিন্তু এমন যদি হয় পাইপলাইনে গ্যাস না থাকার কারণে বেশিরভাগ সময় গ্রাহক ৭ বা ৮ পিএসআই চাপে গ্যাস পেয়ে থাকেন। সে ক্ষেত্রে গ্রাহক যে পরিমাণ গ্যাসই পেয়ে থাকুন না কেন তাকে মাস শেষে ১৫ পিএসআই প্রেসার ধরেই বিল পরিশোধ করতে হয়। কিন্তু যদি ইভিসি মিটার থাকে তাহলে একজন গ্রাহক যখন যে চাপে গ্যাস পাবেন তখন তিনি সে পরিমাণ বিল পরিশোধ করবেন।

সঠিক পরিমাপে গ্যাস সরবরাহের লক্ষ্যে সব বিতরণ কোম্পানির আওতাধীন ক্যাপটিভ, শিল্প ও সিএনজি গ্রাহকদের ইভিসি মিটার স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত বছর জুন পর্যন্ত ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির আওতাধীন মোট ৩ হাজার ২৩৩টি গ্রাহকের ইভিসিযুক্ত মিটার স্থাপন সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি (টিজিটিডিসিএল) ২ হাজার ৪৩৩টি, বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি (বিজিডিসিএল) ১৯৭টি, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল) ৪০৮টি, জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানি (জেজিটিডিএসএল) ৯০টি, পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানি (পিজিসিএল) ৯৫টি এবং সুন্দরবন গ্যাস কোম্পানি (এসজিসিএল) ১০টি ইভিসি মিটার স্থাপন করেছে।

এর মধ্যে তিতাসের এ ধরনের গ্রাহক রয়েছে ৭ হাজার ৫৮০টি, পশ্চিমাঞ্চলের ২১৭টি, বাখরাবাদের ৩৬৮টি, কর্ণফুলীর ১ হাজার ৪৬২টি, জালালাবাদের ৩১৬টি এবং সুন্দরবনের ১০টি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব বিষয়ে আমরা আগে গ্যাসের দাম বাড়ানোর সময় বিতরণ কোম্পানির ওপর চাপ প্রয়োগ করতাম। বিইআরসির হাতে যখন গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি ছিল তখন এসব বিষয়ে নিয়ন্ত্রণ করা যেতো। কিন্তু এখন নির্বাহী আদেশে দাম বৃদ্ধি করা হয়। ফলে আমাদের আর কিছু করার নেই।

অন্যদিকে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা জানিয়েছেন, তারা ক্রমান্বয়ে ইভিসি মিটার স্থাপন করছেন। এখন গ্যাস নিয়ে তেমন অভিযোগ নেই। গ্রাহক চাহিদামতো গ্যাস পেলে তাদের আর তেমন অভিযোগ থাকে না। এরপরও আমরা চেষ্টা করছি সব গ্রাহককে ইভিসি মিটার দিতে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইভিসি মিটার স্থাপনে নীতিমালা করে বিইআরসি। সেই নীতিমালায় ইভিসি মিটার স্থাপন করার সব বিষয় পরিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, গ্রাহক যেন সঠিক পরিমাণ গ্যাস পায় তার ব্যবস্থা করার দায়িত্ব বিতরণ কোম্পানির। কিন্তু বিতরণ কোম্পানিগুলো গ্যাসের বদলে বাতাস দিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই আচরণ অন্যায্য। এটি বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড