X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে

উদিসা ইসলাম
২৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৭:২৫

ঠিক এক বছর আগে ঘোষণা হলো—বুশরা আফরিন বাংলাদেশের প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশের মেয়ে, নিয়োগ বিদেশের, কাজ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। পরিবেশগত দিক থেকে ক্ষতিগ্রস্ত ঢাকা শহর তার হাত ধরে প্রাণ ফিরে পাবে। তার নিয়োগ প্রতিষ্ঠান ও নিয়োগের কারণ স্পষ্ট থাকলেও শুরুর দিন থেকেই তার পিতৃপরিচয়, তার নারীসত্তা ও বিদেশে যাপিত জীবনের ছবিই হয়ে উঠলো ইন্টারনেট ও খবরের দুনিয়ার মূল আকর্ষণের বিষয়। ‘হিট’ ‘হট’ শব্দগুলোই ঘুরে-ফিরে টেক্সট অডিও ও ভিডিওতে ছড়িয়ে পড়লো। জলবায়ু পরিবর্তনের কুফল ঠেকাতে নিয়োগ দেওয়া ‘হিট অফিসার’ শব্দটাই এক বছরের মাথায় নেতিবাচক শব্দে রূপ নিলো। 

নারী অধিকারকর্মীরা মনে করেন, কেবল নারী বলেই বুশরাকে এমন অনেক ধরনের হেনস্তার শিকার হতে হয়েছে। আর গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, মূলধারার মিডিয়া বুঝে বা না-বুঝে এসব ট্রলের অংশ হয়ে উঠেছে। চটকদার উপস্থাপনা সাংবাদিকতা নয়। যারা এ ধরনের ট্রল করেছে, তারা সরকারবিরোধী ও নারীবিদ্বেষী।

বুশরার নিয়োগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আদ্রিয়েন-আর্শস্ট রকফেলার ফাউন্ডেশনের রেজিলেন্স সেন্টারের পক্ষ থেকে। ঢাকা ছাড়া মিয়ামি, ফ্রিটাউন, অ্যাথেন্স ও মেলবোর্নে রয়েছে চিফ হিট অফিসার। তার কাজের বিবরণীতে আছে— তীব্র তাপের কারণে ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠীকে চিহ্নিত করা, তাপপ্রবাহ কমাতে বিদ্যমান পরিকল্পনা এগিয়ে নিতে সহায়তা, স্টেকহোল্ডারদের সঙ্গে কাজের সমন্বয় করা, দীর্ঘমেয়াদে তাপের ঝুঁকি কমাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা।

নিয়োগের দিন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বুশরা বলেছিলেন, ঢাকা আমার শহর। কিন্তু অসহনীয় গরমের কারণে এই শহরকে আমি আর চিনতে পারি না। ঢাকার জন্য উপযুক্ত শব্দ হয়ে উঠেছে—বসবাসের অযোগ্য। আমি পরিস্থিতি পরিবর্তনে সবার সঙ্গে কাজ করতে চাই। তবে অবশ্যই যারা বেশি ভুক্তভোগী, তারা অগ্রাধিকার পাবে। এই এক বছরে তিনি যতটা সম্ভব কাজ করেছেন ঢাকার বস্তি এলাকাগুলোতে।

চলতি বছরের এপ্রিলে তীব্র গরম শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নেতিবাচক মন্তব্য। খোঁজ শুরু হয় ‘হিট অফিসারের’। এই গরমে তিনি কোথায়?

নারী অধিকারকর্মী ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর বলেন, ‘আমরা এত বছর ধরে এই শহরটাকে অবাসযোগ্য করে তুলেছি। সেটা রাতারাতি ঠিক করে ফেলতে কেউ পারবে না, সম্ভব না। হিট অফিসার কী করবেন, কী করছেন, না জেনে তাকে যেভাবে ট্রল করা হলো—তাতে কাজ শুরুর আগেই পোস্টটাকে নেতিবাচকভাবে হাজির করা হয়েছে। আমাদের দেশের অভিজ্ঞতায় পোস্টটা নতুন। দক্ষ একজন নারী সেটার দায়িত্বে। সব মিলিয়ে তার কাজ বা যোগ্যতা না দেখে আন্দাজে তাকে হেনস্তা করা হচ্ছে। এত বছর আমরা কোনও নিয়ম মানিনি, যখন তখন গাছ কেটেছি, কিন্তু লাগাইনি, সেটা ঠিক হতে সময় লাগবে। হিট অফিসার সব ঠিক করে ফেলবেন এক বছরে! তবে তার কাজে আমরা আশাবাদী। তিনি দক্ষ ও আন্তরিকতা নিয়ে কাজ করলে পরিবর্তন সম্ভব।’

পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করেন এমন অনেক ব্যক্তি হিট অফিসার হিসেবে পৃথিবীর নানা দেশে কর্মরত আছেন— উল্লেখ করে গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘বাংলাদেশে নতুন এই পদ বিস্ময়ের জন্ম দিয়েছিল এবং বুশরা মেয়রের কন্যা বলেই এরকম হয়ে থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের এই পরিস্থিতিতে হিট অফিসার প্রয়োজন এবং তিনি যে কয়েকটি পরামর্শ দিয়েছেন—সেগুলোতে খারাপ কিছু এখনও দেখিনি। তিনি ফ্যান ব্যাগের মধ্যে রাখতে বলেছেন, সেটি কোন ফ্যান তা কি এ দেশের মানুষ বুঝেন নাই? অবশ্যই বুঝেছেন যে তিনি ছোট ফ্যান বা ছোট হাতপাখা বুঝিয়েছেন। এমন অনেক ফ্যান অন্য অনেক দেশে ব্যবহার হয়।’

তাহলে কেন এসব নিয়ে ট্রল হচ্ছে প্রশ্নে তিনি বলেন, ‘এই ট্রলের কারণ রাজনৈতিক বিরোধিতা ও নারীবিদ্বেষ। না জেনে হেয় করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। মূলধারার মিডিয়া ভিউ ও জনপ্রিয়তা এসব বাড়িয়ে তুলতে এমনভাবে সংবাদ প্রচার করছে—যা সাংবাদিকতার ধারে-কাছেও নেই। সাংবাদিকতার নামে তারা নৈরাজ্য তৈরি করতে চায়।’

যাকে নিয়ে ট্রল করা হচ্ছে তার মানসিক ক্ষতি পূরণীয় নয় উল্লেখ করে মনোচিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ট্রলকারী জানেনও না কী ক্ষতি করে ফেলছেন। ট্রলের শিকার ব্যক্তি যা করেননি, সেটা তার নামে স্ট্যাবলিশ করা হয়ে থাকে। সেটা একজন ব্যক্তিকে মানসিকভাবে ভীষণ দুর্বল করে তোলে এবং এই হেয় প্রতিপন্ন হতে হতে তিনি মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। এই সামাজিক যোগাযোগের যুগে ব্যক্তির বিশ্বাস আস্থা নষ্ট করে দেওয়ার জন্য ট্রল প্রক্রিয়াটি ভীষণভাবে দায়ী।’

আরও পড়ুন:

হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি

চিফ হিট অফিসারের কাজ কী?

ঢাকার তাপমাত্রা কমাতে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে ডিএনসিসি

এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
রাজধানীর খালে-ড্রেনে কী ফেলা হচ্ছে, দেখানোর আয়োজন করেছে ডিএনসিসি
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
সর্বশেষ খবর
এসবি কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক: তথ্য চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি
এসবি কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক: তথ্য চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি
মিয়ানমারের গোলার শব্দ আতঙ্ক ছড়াচ্ছে এপারে
মিয়ানমারের গোলার শব্দ আতঙ্ক ছড়াচ্ছে এপারে
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
অধিকাংশ জিন্সের রঙ নীল কেন হয়?
অধিকাংশ জিন্সের রঙ নীল কেন হয়?
সর্বাধিক পঠিত
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!