X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়লো খালে

বরিশাল প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ১৭:১১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:১১

বরিশাল-ভোলা মহাসড়কের সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ায় ট্রাকসহ বাইপাসের বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন উভয় প্রান্তের চালকরা।

শনিবার রাতে এ ঘটনা ঘটলেও রবিবার বিকাল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। যান চলাচল স্বাভাবিক করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান।

দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক জাকির হোসেন বলেন, ‘ট্রাকে মালামাল নিয়ে শনিবার বিকালে পটুয়াখালী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাতে বাইপাস সড়কের বেইলি ব্রিজ পার হতে যান। সে সময় বেইলি ব্রিজটি একদিকে কাত হয়ে ভেঙে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। ব্রিজটি ক্ষতিগ্রস্ত থাকায় এ দুর্ঘটনা ঘটে।’

স্থানীয় ইউপি মেম্বর অমল দেবনাথ অভিযোগ করেন, ‘প্রতিনিয়ত বাইপাস সড়কের বেইলি ব্রিজ দিয়ে দশ চাকার ট্রাক চলাচল করায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের একাধিক কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনও পদক্ষেপ নেননি। আগে-ভাগে ব্রিজটি সংস্কার করা হলে এ দুর্ঘটনা ঘটতো না। দুর্ঘনার পর থেকে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেমানিয়া খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ওই সময় যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সেজন্য বেইলি ব্রিজটি সচল রাখা হয়। কিন্তু কালভার্ট নির্মাণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উভয় প্রান্ত থেকে যানবাহন বেইলি ব্রিজ ব্যবহার করে আসছে।’

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা বরিশাল সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘কিছুদিনের মধ্যে বক্স কালভার্ট ছেড়ে দেওয়া হবে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে না। বর্তমান অবস্থা স্বাভাবিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।’

যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে