X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ১৯:৪২আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আট জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিভিন্ন আবাসন কোম্পানির পক্ষে জমি বেচাকেনার ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় রবিবার রাতে বাড়ি ফেরার পথে রফিকুলের অনুসারী এবং নাওড়া এলাকার বাসিন্দা নাজমুল নামে এক যুবককে পিটিয়ে আহত করে মোশারফের অনুসারীরা। এই ঘটনার জেরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে মারে। এর একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র ব্যবহার করে তারা। এতে মোশারফ হোসেনের অনুসারীদের আট জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তার অনুসারী অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন। গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউপি সদস্য মোশারফ হোসেনের মামাতো ভাই আলাউদ্দিন মিয়া বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে রফিকের লোকজন হামলা চালিয়ে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। এ সময় তাদের গুলিতে আট জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন।’

পাল্টা অভিযোগ করেন সাবেক চেয়ারম্যান রফিকুল ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের অফিস সহকারী ও অনুসারী জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমাদের লোকজনদের এলাকা থেকে বিতাড়িত করার পূর্ব ঘোষণা দেন মোশারফ হোসেনের স্বজন ও অনুসারীরা। সেই ঘোষণা অনুযায়ী আজ সকালে আমাদের লোকজনের বাড়িতে হামলা চালায় তারা। এতে আমাদের অন্তত ২০ জন আহত হয়েছেন।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে ৭-৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘ছররা গুলিতে আহত হয়ে আট জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।’

/এমএএ/
সম্পর্কিত
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ঈদে জামদানিপল্লিতে ১০০ কোটি টাকার শাড়ি বিক্রির আশা
জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা: ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু