X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১৮:১৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৩০

নরসিংদীর রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০) এবং গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত আমির চান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫)। তারা দুজনই নগদের নরসিংদী শাখায় কর্মরত।

নগদের নরসিংদী শাখার ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেলোয়ার ও শাহিন মোটরসাইকেলে নরসিংদী থেকে রায়পুরা যাচ্ছিলেন। আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় পৌঁছালে দুই দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আগ্নেয়াস্ত্র বের করে মোটরসাইকেলচালক নগদের সুপারভাইজার দেলোয়ারের পেটে এবং পেছনে বসা মাঠকর্মী শাহিনের ডান হাতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত শারমীন বলেন, ‘গুলিবিদ্ধ দুজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পেটে গুলিবিদ্ধ দেলোয়ারকে ঢাকায় রেফার করা হয়েছে। গুলি কতটুকু গভীরে ঢুকেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ডান হাতে গুলিবিদ্ধ শাহিনকে ভর্তি রাখা হলেও সহকর্মীরা তাকেও দেলোয়ারের সঙ্গে ঢাকায় নিয়ে গেছেন।’

নগদের নরসিংদী শাখার ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী শাখা থেকে ৬০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ওই দুজন রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিলেন। ১০টার দিকে হাসনাবাদ বাজারসংলগ্ন সেতুর কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ গুরুত্ব সহকারে ঘটনাটি তদন্ত করছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ফের বেপরোয়া ছিনতাইকারীরা, অভিযানেও হচ্ছে না দমন
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
সর্বশেষ খবর
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা