X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘চাকরির পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন’

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ২১:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২১:৫৬

শিক্ষাজীবন শেষে চাকরির পেছনে না ছোটার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি বলেন, ‘চাকরির পেছনে না ঘুরে নিজেই একজন উদ্যোক্তা হোন। প্রাণিসম্পদ একটি বড় সম্পদ। বাংলাদেশের অনেক মানুষ এই সম্পদের ওপর নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করছে। তাই আপনারা নিজেই একজন উদ্যোক্তা হয়ে দেশটা এগিয়ে নিতে কাজ করুন।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘নিজের শিশুসন্তানকে একটি দায়িত্ব দিয়ে ছেড়ে দিন। বইমেলায় গেলে শিশুদের বই কিনে দিন। বৃক্ষমেলায় গেলে একটি গাছের চারা কিনে দিয়ে তাকে পরিচর্যার দায়িত্ব দিন। হতে পারে একটি হাঁস, একটি মুরগি কিংবা একটি কবুতর। তা থেকে সে কাজে মনোযোগী হবে। ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আমরা খাদ্য নিরাপত্তার জন্য কাজ করছি। কৃষিসম্পদের জন্যও সেভাবেই কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণার ওপর গুরুত্ব এবং পুষ্টিবাগানের ওপর জোর দিয়েছেন। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে তা গবেষণা ছাড়া সম্ভব হতো না। সরকারের সবচেয়ে বড় সফলতা হলো, কৃষিক্ষেত্রের বিভিন্ন গবেষণা। প্রতিটি গ্রামের ঘরে ঘরে আমরা গরু-ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশু পালন করি। এতে মা-বোনদের বেশি করে সম্পৃক্ত করতে পারলে তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা