X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ২৩:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৫১

গাজীপুরের শ্রীপুরে আব্দুল লতিফ (২৮) নামে এক পোশাকশ্রমিককে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বহেরারচাল এলাকার এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তাকে মারধর করা হয়েছে বলে জানান স্বজনরা।

নিহত আব্দুল লতিফ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (কড়ইতলা) এলাকার আব্দুল খালেকের ছেলে। কয়েকদিন আগে অনুপস্থিতির কারণে স্থানীয় কে এস এস পোশাক কারখানা থেকে চাকরিচুত হন তিনি।

নিহতের ছোট বোন খাদিজা আক্তার (২৩) বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে ফোন করে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার মাদক ব্যবসায়ী শিরিনের বাড়িতে আবদুল লতিফকে ডেকে নিয়ে যায় তার বন্ধু একই এলাকার সরাফত আলীর ছেলে মোফাজ্জল হোসেন। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ির বাইরে বের হলে মোফাজ্জল বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে মাথায় আঘাত লাগলে লতিফ মাটিতে পড়ে যায় এবং তার মুখ দিয়ে লালা পড়তে থাকে। প্রত্যক্ষদর্শী একই এলাকার ফাইজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম রাত ৯টার দিকে আব্দুল লতিফকে আহত অবস্থায় বাড়িতে রেখে যায়। পরে আশরাফুল লতিফের চাচাতো ও মামাতো ভাই ফারুক, নূর ইসলাম এবং কবির হোসেনকে ফোন করে জানায় মারধরের কথা। খবর পেয়ে তারা শ্রীপুর থেকে গিয়ে লতিফকে বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখে। তাদের দেখে গুরুতর আহত অবস্থায় লতিফ বলে, “আমাকে মোফাজ্জল মারলো, কিছু করলে না তোমরা।” পরে দ্রুত লতিফকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকৎসক তাকে ইসিজি করে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।’

এলাকাবাসী জানান, বহেরারচালা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী শিরিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা সবাই তার মাদক ব্যবসা সমন্ধে অবহিত রয়েছে। ঈদের আগে শিরিনের বাড়িতে একাধিকবার পুলিশ হানা দেয়। তার বাড়িতে পুলিশ গিয়েছিল। এ নিয়ে লতিফকে সন্দেহ করে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। লতিফ মাদক সেবন করতেন বলে জানান এলাকাবাসী। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা