X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

দেবিদ্বারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার

কুমিল্লা প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৪:৪৮আপডেট : ২১ জুন ২০২২, ১৪:৪৮

কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়ছে। এতে দেবিদ্বার উপজেলার ৫০৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।  উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর, গঙ্গানগর ও পৌরসভার বড় আলমপুর এলাকায় পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রঘুরামপুর এলাকার বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘অন্তত ৫০৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলা হচ্ছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোতে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মাইকিং করা হয়েছে। গোমতীর বেড়িবাঁধের কোথাও কোনও ইঁদুরের গর্ত দিয়েও পানি ঢুকলে কর্তৃপক্ষকে জানাতে বলা হচ্ছে। রাতে একটি এলাকায় সংস্কার কাজ করা হয়েছে।

গোমতী নদীর পানি বাড়ছে

জানা গেছে, রঘুরামপুর ৩০০টি, পৌরসভার বড় আলমপুর এলাকার ১৬২টি ও গঙ্গানগর ৪৭টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দিদের নিরাপদ আশ্রয়ে নিতে ও তাদের সহযোগিতায় মোট চারটি টিম কাজ করছে। রঘুরামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের দুটি টিম কাজ করছে। বড় আলমপুর এলাকায় পৌরসভার একটি টিম এবং গঙ্গানগর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সমন্বয়ে একটি টিম কাজ করছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে একটি টিম পুরো এলাকার কোথাও বেঁড়িবাধের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা দেখাশোনা করছে।

সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলা হচ্ছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার জানান, উপজেলার লক্ষ্মীপুরের চাঁনপুর অংশ ঝুঁকিপূর্ণ। সেখানকার মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে। শুকনো খাবারের ব্যবস্থা আছে। তবে এখনও কোনও সংকট দেখা দেয়নি। 

তিনি আরও জানান, বড় আলমপুর এলাকার শিবনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানগর এলাকার জন্য বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুরামপুরের একটু মাদ্রাসার ভবন ও জাফরগঞ্জ সরকার প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবইন্ডাস্ট্রির ফাঁদ ও ‘অ্যানিমেল’ প্রসঙ্গে বন্যা মির্জার ব্যাখ্যা
ফিরলেন বন্যা, দেশে ও দেশ নাটকে
সিনেমা কারখানা কারও একক মালিকানাধীন নয়: বন্যা মির্জা
সর্বশেষ খবর
‘সর্বজনীন পেনশনের নামে জনগণের কাছ থেকে টাকা তুলে লুটপাট করছে সরকার’
‘সর্বজনীন পেনশনের নামে জনগণের কাছ থেকে টাকা তুলে লুটপাট করছে সরকার’
বিকল্প কাউকে না পেয়েই বিশ্বকাপ স্কোয়াডে লিটন!
বিকল্প কাউকে না পেয়েই বিশ্বকাপ স্কোয়াডে লিটন!
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
দেশে ‘উইলসন’ রোগের দুটি মিউটেশন শনাক্ত
দেশে ‘উইলসন’ রোগের দুটি মিউটেশন শনাক্ত
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ