X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মহাসড়কে ছিনতাই করা দুই পুলিশ রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ১৫:১৪আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৭:২০

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ছিনতাইকালে দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) তাদের আদালতে পাঠালে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধেরুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই কনস্টেবল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত। তাদের একজন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী (২৮) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মো. মহসিন মিয়া (৩১)। এ ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ১০টার দিকে মধুপুরের মমিনপুর গ্রামের বাসিন্দা পিকআপভ্যান চালক মো. রানা মিয়া ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে আসছিলেন। মহাসড়কের ধেরুয়া এলাকায় পুলিশের পোশাক পরে রিপন রাজবংশী ও মহসিন মিয়া গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। একপর্যায়ে রানা মিয়ার পিকআপভ্যানকে সিগন্যাল দিলে তিনি সামনের দিকে এগোতে থাকেন।

একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে রানা মিয়ার গাড়ি থামায়। তার কাছে জাল টাকা আছে বলে দাবি করেন। পরে তারা পিকআপ চালকের কাছে থাকা সাড়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নেন। রানার চিৎকার শুনে বিষয়টা স্থানীয়রা দেওহাটা পুলিশ ফাঁড়িকে জানান। পরে পুলিশ গিয়ে রিপন ও মহসিনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা, পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপচালক রানা বাদী হয়ে মামলা করলে পুলিশ সোমবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, তাদের মির্জাপুর আমলি আদালতে আনা হয়। পরে বিচারক মনিরুল ইসলাম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, তাদের দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
সর্বশেষ খবর
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা