X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

উত্তরের পথে শুরু হয়েছে দুর্ভোগ, থেমে থেমে চলছে গাড়ি

টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ১২:১২আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:২৪
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকদিনের স্বস্তির পর এবার থেমে থেমে দীর্ঘ যানজটের শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। গভীর রাতে শুরু হওয়া এই জট মঙ্গলবার সকালে প্রায় ২৫ কিলোমিটার ছাড়িয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মহাসড়কের টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে এই জটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে সিরাজগঞ্জে যানজট তেমন না থাকলেও রয়েছে গাড়ির চাপ।
 
জানা গেছে, ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর ২২ নম্বর পিলারের কাছে একটি বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস বিকল হয়ে যায়। পরে সেটি উদ্ধারে ৫ মিনিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরও বেড়ে যায়। এরআগে মধ্যরাত থেকেই সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে সকালে সেটি থেমে থেমে যানজটে পরিণত হয়েছে। এরফলে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে যানবাহনের অনেক চাপ। এতে পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করছে। এছাড়াও সেতুর ওপর একটি বাস বিকল হওয়ায় পরিবহন চলাচল ৫ মিনিট বন্ধ ছিল। এছাড়াও পরিবহনগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলায় অন্যান্য পরিবহনগুলো ধীরগতির সৃষ্টি হয়।’
 
এদিকে টাঙ্গাইলের পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যানজট না থাকলেও কিছুটা চাপ বেড়েছে। মহাসড়কে এখনও যানজট সৃষ্টি না হলেও চাপ কমাতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
সিরাজগঞ্জে যানজট না হলেও বাড়ছে চাপ (ছবি: বাংলা ট্রিবিউন)
 
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব পাড়ে যানজট থাকায় সেই গাড়িগুলোকে দ্রুত পার করে নিয়ে আসতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল আপাতত বন্ধ রেখে চারটি লেন দিয়েই ওপার থেকে গাড়ি গুলোকে পার করে আনা হচ্ছে। তবে ঢাকাগামী লেনে বেশি গাড়ি না থাকায় তেমন সমস্যা হচ্ছেনা। সেতু পূর্ব পাড়ের যানজট স্বাভাবিক হয়ে গেলেই সেতুর ঢাকাগামী লেন খুলে দেওয়া হবে। 
 
এ ব্যাপারে কথা বলার জন্য বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, মহাসড়কে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। রাত থেকেই এই চাপের পরিমাণটা বেশি। তবে মহাসড়কের কোথাও কোনও যানজট বা ভোগান্তি নেই। সকল গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। 
 
তিনি বলেন, শিল্প কারখানা ছুটি হওয়ায় মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে আশা করছি সে সময়েই মহাসড়কে যানজটের মতো কোনও অবস্থা এবছরে সৃষ্টি হবে না। আমরা সবার নিশ্চিত চলাচলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছি।
/ইউএস/
সম্পর্কিত
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
সড়কভেদে আসছে গাড়ির নতুন গতিসীমা নীতি
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বশেষ খবর
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
ঘুম ঘুম চোখে ট্রাক উঠিয়ে দিলেন চা দোকানে, প্রাণ গেলো ২ জনের
ঘুম ঘুম চোখে ট্রাক উঠিয়ে দিলেন চা দোকানে, প্রাণ গেলো ২ জনের
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!