X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়

গাজীপুর প্রতিনিধি
০৪ মে ২০২৪, ১৭:৫০আপডেট : ০৪ মে ২০২৪, ১৭:৫০

ঢাকা-টাঙ্গাইল রেল রুটের জয়দেবপুর জংশন এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তেলভর্তি ওয়াগন স্থানান্তরসহ উদ্ধার কাজ চলমান রয়েছে। দুর্ঘটনার ২৯ ঘণ্টা পরও দুর্ঘটনাকবলিত ট্রেন রেললাইনের পাশে এখনও পড়ে থাকায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপর লাইনে চলাচল করলেও শিডিউল বিপর্যয় হয়েছে সব ট্রেনের। শনিবার (৪ মে) দুপুর পৌনে ২টায় জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে জয়দেবপুর জংশনে গিয়ে দেখা গেছে, রেললাইনে এখনও একটি তেলের ওয়াগন রয়েছে। দুর্ঘটনাকবলিত লাইনের দুই পাশে ব্লক করে স্লিপার পাল্টানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপর লাইনে কিছুক্ষণ পর পর একেবারেই ধীর গতিতে ট্রেন চলাচল করছে। রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীদের কাজ করতে দেখা গেছে।

একদিন পেরিয়ে গেলেও উদ্ধারকাজ শেষ না হওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গ চলাচলকারী সব ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা ক্ষোভও প্রকাশ করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামাদ মিয়া বলেন, গতকাল রাত থেকে পেট্রোলিয়াম করপোরেশন তেলভর্তি ওয়াগন টঙ্গীর দিকে স্থানান্তর করছে।

জয়দেবপুরে জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ ছেটাবর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আছি। তেলের ওয়াগনের নিরাপত্তায় গতকাল বিজিবি ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ট্রেনের ওয়েল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল চুইয়ে চুইয়ে পড়ছে। এগুলো আগে স্থানান্তর করতে হবে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

জয়দেবপুর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আল ইয়াসবাহ বলেন, এক লাইনে ট্রেন চলাচলের কারণে ঢাকা থেকে নেত্রকোনা চলাচলকারী মহুয়া কমিউটার (নং ৪৩ এবং ৪৪), ঢাকা-জয়দেবপুর চলাচলকারী তুরাগ কমিউটার (নং তুরাগ কমিউটার ১৪) ও ঢাকা-জামালপুর চলাচলকারী জামালপুর কমিউটার ট্রেনের (নম্বর-৫১/৫২) শনিবারের উভয়মুখী যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়াও ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সিগন্যাল ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই ট্রেন চলাচলে এবনরমাল টাইমিংয়ে পাস করছেন তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনের বিপজ্জনক ওয়াগনসহ উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় একটি লাইন বন্ধ থাকায় রেশনিং পদ্ধতিতে ট্রেন চালানো হচ্ছে। পার্শ্ববর্তী ধীরাশ্রম ও জয়দেবপুর জংশনে ট্রেন অপেক্ষায় রেখে একটি একটি করে দুই দিকে চলতে দেওয়া হচ্ছে। এর ফলে কোনও ট্রেনেরই শিডিউল ঠিক থাকছে না। যেকোনও সময় দুই লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে। কিছু ট্রেন বিলম্বিতও হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৩ মে) বেলা পৌনে ১১টায় দিকে ঢাকা-টাঙ্গাইল রুটে জয়দেবপুরে আউটার সিগন্যাল (কাজীবাড়ি) এলাকায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাশেম, পয়েন্টসম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন লোকোমাস্টার শরীফ মাহমুদ (৩৮), লোকোমাস্টার হাবিবুর রহমান (৫৮) ও সহকারী লোকোমাস্টার সবুজ হাসান (৪৬)। আহতরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এফআর/
সম্পর্কিত
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক