X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে আ.লীগ নেতাকে পিটিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ০৩:১০আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৩:১০

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম হাওলাদারকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল হালিমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী উমেদপুর গ্রামের বাসিন্দা রাকিব শিকদার বলেন, বেশ কয়েকজন যুবক লোহার পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিমের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাকেও পাইপ দিয়ে আঘাত করেছিল। আমি মোটরসাইকেলে থাকায় পাইপের আঘাত গাড়ির পেছনে লাগে। পরে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হালিম অভিযোগ করে বলেন, গত সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করেছি। এজন্য আমার ওপর ঈগল প্রতীকের প্রার্থী এ কে এম আউয়ালের লোকজন হামলা করেছে। কারণ রবিবার বিকালে নবনির্বাচিত সংসদ সদস্য শ ম রেজাউল করিম পাড়েরহাট বাজারে লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে সেখানে আমিও ছিলাম। সেখান থেকে ফেরার পথে আমি কেন নৌকার পক্ষ করেছি, এজন্য ঈগলের লোকজন আমাকে হুমকি দিয়েছিল। সন্ধায় আমার ওপর হামলা চালায় তারা। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, আব্দুল হালিমের ওপর হামলায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ব্যাপারে পিরোজপুর-১ আসনের  সংসদ সদস্য সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আব্দুল হালিম নৌকার পক্ষে কাজ করেছেন। এজন্য আমার প্রতিদ্বন্দ্বী ঈগলের লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিল। আজ তার ওপর হামলা চালিয়েছে তারা।

পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাওন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির ওপর হামলার ঘটনা দুঃখজনক।

/এএম/
সম্পর্কিত
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই