X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সালিশের টাকা ভাগাভাগি নিয়ে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ০২:৫২আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৫২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাবেক সম্পাদক নৈশপ্রহরী বদিউজ্জামান বাদলকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে সদর উপজেলার কমলাপুরে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় পড়ে থাকলেও আশপাশের লোকজন উদ্ধার করেনি তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে রাত ৮টার দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ বলছে, সালিশের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত বদিউজ্জামান বাদল সদর উপজেলার শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে।

আহত বাদলের সহকর্মী ও স্থানীয়রা জানান, বাদল মাটির ব্যবসা করেন। সন্ধ্যায় কমলাপুরে শ্রমিকদের মজুরির টাকা দিতে গিয়েছিলেন। এ সময় বাদলের বন্ধু হিসেবে পরিচিত ভুট্টো ও আয়নালসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাদলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায়। গুরুতর জখম হয়ে পড়ে থাকলেও কেউ উদ্ধারে এগিয়ে যায়নি। খবর পেয়ে তার বাবাসহ পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সম্প্রতি একটি মাদরাসার জমি নিয়ে সালিশ করে বাদল এবং তার বন্ধু ভুট্টো ও আয়নাল। সালিশের টাকার ভাগ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে আয়নালের দাড়ি টেনে ছিঁড়ে দেয় বাদল। এর প্রতিশোধ নিতেই বাদলের ওপর হামলা চালায় ভুট্টো, আয়নাল ও তাদের লোকজন।

তিনি বলেন, হামলার ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে আসামিরা চিহ্নিত হওয়ায় তাদের আটক করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।

/এএম/এনএআর/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
সর্বশেষ খবর
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু