X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

মাহে রমজানের সম্মানে একদিন হচ্ছে লালন উৎসব 

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ০২:৫৯আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৫৯

কুষ্টিয়ার কুমাখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের উৎসব শুরু হচ্ছে (২৪ মার্চ) রবিবার। প্রতি বছর তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন হয়ে আসলেও এবার পবিত্র মাহে রমজানের সম্মানে একদিন করা হবে। এবারের আয়োজনে থাকছে না গ্রামীণ মেলা।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালন শাহের এই আধ্যাত্মিক বাণী নিয়ে এবারও সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমি এই উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে রবিবার বিকাল ৩টা ছেঁউড়িয়া লালন আঁখড়াবাড়ির মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবদুর রউফ, জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব এবং জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।

লালন একাডেমি সূত্রে জানা গেছে, বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। তার মৃত্যুর পরও এই উৎসব চালিয়ে আসছেন অনুসারীরা। উৎসব ঘিরে আখড়াবাড়ি এলাকা সাধু, ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়। আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে মাঠে বসে গ্রামীণ মেলা। তবে এবারের আয়োজনে থাকছে না বড় পরিসরে আয়োজন ও মেলা। লালন মুক্তমঞ্চে রবিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা চলবে আলোচনা সভা।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, পবিত্র মাহে রমজান মাসে এবারের উৎসবের সময় পড়েছে। এজন্য রমজানের পবিত্রতা রক্ষার্থে লালন উৎসব শুধুমাত্র একদিন আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে গ্রামীণ মেলা বন্ধ থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। 

প্রসঙ্গত, ব্রিটিশ শাসকগোষ্ঠীর নির্মম অত্যাচারে গ্রামের সাধারণ মানুষের জীবন-জীবিকা যখন হুমকির মুখে ঠিক তখন সত্যের পথ ধরে, মানুষ-গুরুর দিক্ষা দিতে পথপ্রদর্শক হিসেবে বাউল সম্রাট ফকির লালন শাহের আবির্ভাব ঘটে ছেঁউড়িয়ায়। লালনের জন্মস্থান নিয়ে নানা জনের নানা মত থাকলেও অজানায় রয়ে গেছে তার জন্ম রহস্য। তিনি ছিলেন নিঃসন্তান। ১৮৯০ সালের ১৭ অক্টোবর এই মরমী সাধক দেহত্যাগ করেন এবং সাধন-ভজনের ঘরেই তাকে সমাহিত করা হয়।

 

/এমএস/এএম/
সম্পর্কিত
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
মঙ্গল শোভাযাত্রায় ‘তিমির বিনাশের’ বার্তা
‘সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে হবে’
সর্বশেষ খবর
তিন ফরম্যাটে খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ
তিন ফরম্যাটে খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ
সোমবার বনানী কবরস্থানে সমাহিত করা হবে কমরেড হায়দার খান রনোকে
সোমবার বনানী কবরস্থানে সমাহিত করা হবে কমরেড হায়দার খান রনোকে
ট্রলারে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু, আহত ৬
ট্রলারে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু, আহত ৬
নারী-শিশু মামলায় বাদী ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন
নারী-শিশু মামলায় বাদী ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ