X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা: কাজী নাবিল এমপি

যশোর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ২২:২৯আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২২:২৯

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘২৫ মার্চ গণহত্যা ছিল বর্বরোচিত এবং ন্যক্কারজনক হামলা। মধ্যরাতে পেছনের দরজার ষড়যন্ত্র সফলের জন্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায় হানাদার বাহিনী। কিন্তু বাঙালি জাতি ভীত নয়। সাহস ও বলিষ্ঠতার সঙ্গে বীরদর্পে এগিয়ে যায়। মহান স্বাধীনতার যুদ্ধ তারই প্রমাণ। মাত্র ৯ মাসের যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর বাঙালি দেশ স্বাধীন করে ফেলেছিল।’

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন তিনি।

পাকিস্তানি হানাদার বাহিনীর পূর্বপরিকল্পনা ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা, বর্বর জাতিতে পরিণত করা উল্লেখ করে কাজী নাবিল এমপি বলেন, ‘২৫ মার্চ বাঙালির ইতিহাসে কালরাত। অপারেশন সার্চলাইট নামে নির্বিচারে বাঙালি জাতিকে হত্যা করেছিল হানাদার বাহিনী। বঙ্গবন্ধু বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন, পাকিস্তানিরা কখনও বাঙালির বন্ধু হতে পারে না। যেকোনো মূল্যে তারা বাঙালিকে দমন করবে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে চিরতরে ধ্বংস করা। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যের মাধ্যমে বাঙালি জাতির কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়।’ 

দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন জানিয়ে এমপি কাজী নাবিল বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের পাকিস্তানিদের দাসত্ব থেকে মুক্ত করেছেন। একটি স্বাধীন সার্বভৌম জাতি হওয়ার গৌরব এনে দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই জাতীয় স্বার্থে সবাইকে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে হবে।’  

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।

/এএম/
সম্পর্কিত
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির জন্ম হয়: কাজী নাবিল
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু