X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
অধ্যাপক রেজাউল হত্যা

আশ্বাস কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাবি প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ১৭:১৮আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:২২

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের আশ্বাস কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সমানে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এর আগে গত ১৪ মে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এসে ‘দ্রুত’ বিচারের আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসে ১৭ মে চলমান আন্দোলন স্থগিত করে সমিতি। গ্রীষ্মকালীন ছুটি শেষে আবারও আন্দোলনে ফিরে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে অধ্যাপক শাহ আজম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দেওয়ায় আমরা আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু তাদের আশ্বাস যদি শুধুমাত্র আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’

সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন,‘মামলার অগ্রগতিতে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার ৪০ দিন পরও হত্যার রহস্য উম্মোচন হয়নি। হত্যায় জড়িত আছে এমন দুইজনকে আটক করেছে বলে পুলিশ দাবি করে। কিন্তু কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য উদঘাটন করতে পারেনি। তাই হত্যার রহস্য উন্মোচন ও মূল পরিকল্পনাকারীরা যাতে পার না পায় সেজন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’ রাষ্ট্র এই হত্যার বিচার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যোগ দেয়।

গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউলকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ দাবি করছে, জেএমবি সদস্যরা এই হত্যার সঙ্গে জড়িত। একজন ‘জেএমবি’ সদস্য এই হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছিল।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ