X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্যামল কান্তি ভক্তের ঘরে ফেরা

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১০ জুন ২০১৬, ০১:০৫আপডেট : ১০ জুন ২০১৬, ০১:০৮
image

শ্রামল কান্তি ভক্ত ১১ ২৬ দিন পর নিজ ঘরে ফিরেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সোয়া ৪টায় সপরিবারে নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর মোকরবা সড়কের ভাড়া বাসায় এসে স্বস্তির ঘুম দেন তিনি। নিজ বাসায় ফিরলেও কর্মস্থলে যোগ দিতে হবে ঈদের পর স্কুল ছুটি শেষে। সে পর্যন্ত বাসাতেই পূর্ণ বিশ্রামে থাকার ইচ্ছে শ্যামল কান্তি ভক্তের।
বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যার পর দু’দফায় কথা হয় শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা হালদারের সঙ্গে। সবিতা হালদার বলেন, ‘তিনি (শ্যামল কান্তি) বাসায় ফিরেই স্বস্তির ঘুম দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে, তিনি যেন পরম শান্তির ঘুম দিয়েছেন। ২৬ দিন ধরে হাসপাতালে থেকে তিনি কিছুটা দুর্বল। হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ করে রিলিজ দিয়েছে। পরে পুলিশ আমাদের ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত পৌঁছে দেয়। আমরা খানপুরের বাসায় আসার পর তিনি স্নান শেষে বিছানায় শুয়ে পড়েন।’
সবিতা হালদার আরও বলেন, ‘হাসপাতালের খাবার তো আর উন্নতমানের নয়। তবুও তিনি হাসপাতালের খাবারই খেয়েছেন। এখন বাসায় এসেছেন আমরা ভালোমন্দ রান্না  করে খাওয়াবো। আশা করি, কয়েকদিন পূর্ণ বিশ্রাম নিলে তিনি আবারও আগের মতো সুস্থ্ হয়ে উঠবেন।’
স্কুলে যোগ দেওয়া প্রসঙ্গে সবিতা বলেন, ‘এখন তো রোজার কারণে স্কুলে ছুটি। ছুটির পর আপনাদের স্যার আবারও স্কুলে যোগ দেবেন। আমি আশা করছি, সেদিন সব মিডিয়াকর্মীদের সঙ্গে নিয়েই স্যার বাসা থেকে স্কুলে যাবেন। আমার অনুরোধ থাকবে এ সময়টায় যেন ওনাকে কেউ ডিস্টার্ব না করেন। কেউ যেন ইন্টারভিউ কিংবা দেখা করতে চাপাচাপি না করেন।’ 

‘আমরা চাই না এখন তিনি এসব নিয়ে কথা বলুন। ২৬ দিন আমাদের ওপর অনেক ধকল গেছে। এখন তা কাটিয়ে উঠতে চাই।’ কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলেন সবিতা।

শহরের নগর খানপুর মোকরবা সড়কে ৬ তলা ভবনের ৫ তলায় বসবাস করেন শ্যামল কান্তি ভক্ত। ভবনের নিচেই রয়েছে নিজস্ব নিরাপত্তা প্রহরী। কোনও ফ্ল্যাটে যেতে চাইলে অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না।

নিরাপত্তা প্রসঙ্গে সবিতা বলেন, ‘কিছুটা ভয় ও আতঙ্ক আছে। তবে সৃষ্টিকর্তা তো আছেনই।’

সবিতা পেশাগতভাবে একজন নার্স। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির পর থেকে তিনিও ছুটি নিয়েছেন স্বামীর দেখাশোনার জন্য। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ফিরলেও তিনি ছুটিতে আছেন বলে জানা গেছে।

শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, উর্ধ্বতন  কর্মকর্তাদের নির্দেশনায় তারা শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তায় রয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়ালের নেতৃত্বে শ্যামল কান্তিকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে নারায়ণগঞ্জের পুলিশ তাকে বাসায় পৌঁছে দেয়।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়। স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষককে কান ধরে ওঠবোস করান। এর এক পর্যায়ে শ্যামল কান্তি অসুস্থ হয়ে পড়েন। পরে ওই রাতেই তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরদিন শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. শফিউল আজমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকার পর গত ২০ মে পুলিশের প্রহরায় শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

/এসএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা