X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা সভা

স্বাস্থ্যমন্ত্রীর কাছে জনপ্রতিনিধিদের যত অভিযোগ!

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ০৬:৪৮আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০৬:৫৯


স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন দাফতরিক ব্যর্থতার বিষয় উত্থাপন করে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে তাদের আক্ষেপ, অনুযোগ ও ক্ষোভ প্রকাশ করলেন। শনিবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা সভায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে তারা এসব তুলে ধরেন।
এ সময় সাবেক শিল্পমন্ত্রী সাম্যদলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, সাংসদ গাজী আমজাদ হোসেন মিলন, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, জঙ্গি দমনের পাশাপাশি মাদকবিরোধী অবস্থানও সুদৃঢ় করতে হবে। সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে বাজার স্টেশন গোটাতলায় রাত ১০টার পর প্রকাশ্যে ফেন্সিডিলের বোতল নিয়ে এক শ্রেণির যুবক ঘুরে বেড়ায়, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।
সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, জেলার বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার সীমান্তে জামায়াত-শিবির অধ্যুষিত আলোচিত ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুরসহ বেশ কয়েকটি গ্রাম এখনও মিনি পাকিস্থানই রয়ে গেছে। আজও বাংলাদেশ হয়নি। জামায়াত-শিবিরের ক্যাডার বাহিনীর দ্বারা গ্রামগুলো এখন নিয়ন্ত্রিত। গ্রামগুলো বরাবরই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ তেমন একটা ব্যবস্থা নেয় না।  
চেম্বার সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য বলেন, পুলিশ দিনরাত পরিশ্রম করে জামায়াত-শিবির ও বিএনপির নাশকতাকারীদের ধরে কারাগারে পাঠায়। দলের পিপি, জিপি ও এপিপি থাকতে তারা কিভাবে সহজেই জামিন পেয়ে বেরিয়ে আসে, বিষয়টি আমার বোধগম্য নয়।
জেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি অ্যাডভোকেট কে.এম.হোসেন আলী হাসান ও জেলা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার মন্ত্রীর সামনেই তাদের উভয়ের বক্তব্যে একই ধরনের অভিযোগের সুর পাওয়া গেলেও জেলা পিপি অ্যাড. আব্দুর রহমান রানা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। 

অপরদিকে, সদর সার্কেল এএসপি ফারুক আহম্মেদ বলেন, জেলার বেসরকারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শতাধিক বিদেশি ছাত্র অধ্যয়ন করছে। শিক্ষকরা সুরক্ষিত ভবনে থেকে বিদেশি শিক্ষার্থীদের অরক্ষিত স্থানে ঝুপড়ির মধ্যে রেখেছেন। 

 পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, মেডিকেল শিক্ষার্থীরা যেমন অরক্ষিত, ঠিক পাউবোর বাঁধ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মরত বেশ কয়েকজন চীনা নাগরিক শহরের মাছিমপুরে অরক্ষিতভাবে বসবাস করছেন। জঙ্গি হামলার পরে তারা কেউই তেমন সতর্ক হননি। 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তব্যে বলেন, এটা সত্যিকারে কোনও মেডিক্যাল কলেজ নয়। যেমানের সুযোগ-সুবিধা থাকার কথা, তার যথেষ্ট ঘাটতি রয়েছে। এটি নিয়েও অভিযোগ রয়েছে। দেশে এ ধরনের বেশ কয়েকটি মেডিকেল কলেজ রয়েছে। রাজনৈতিক কারনেই এগুলোর জন্ম হয়েছে। নীতিমালা অনুযায়ী স্ট্যান্ডার্ড না মানলে আগামীতে এসব মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা