X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লাশ বহনের আর্থিক সামর্থ্য নেই জঙ্গি পায়েল ও উজ্জ্বলের পরিবারের!

বগুড়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ২৩:৪১আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২৩:৪৬

জঙ্গি-পায়েল-ও-উজ্জ্বল রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে জড়িত দুই জঙ্গি খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বলের লাশ বহনের আর্থিক সামর্থ্য নেই বলে জানিয়েছেন তাদের পরিবার। তাই ঢাকা থেকে লাশ আনতে গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ বহনে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
বুধবার (২৪ আগস্ট) বিকালে ছেলের লাশ নিতে আগ্রহ প্রকাশ করে বাবা মো.বদিউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান,ব্যক্তিগতভাবে এ খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই সরকারিভাবে লাশ আনা ও অন্যান্য খরচের দাবি জানান তিনি। অন্যথায় সরকার দাফনের ব্যবস্থা করবে; এতে তাদের কোনও আপত্তি নেই।
বদিউজ্জামান আরও  জানান, ছেলে উজ্জ্বলের লাশ গ্রামের গোরস্থানে দাফনের তার ইচ্ছা ছিল। কিন্তু ছেলের মা আসিয়া বেগমের ইচ্ছা ৯ শতক বাড়ির এক কোণে দাফন করবেন।  
এদিকে নিহত জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের মা পিয়ারা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ তার স্বামী আবুল হোসেন ও তাকে ঢাকায় নিয়ে শরীর থেকে রক্ত নিয়েছিল। পায়েল তাদের সন্তান বলে প্রমাণ হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সবাই ছেলের লাশ দাফনের জন্য চান। সরকার খুশি মনে লাশ দিলে তা নিয়ে বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে দাফন করবেন। কিন্তু ঢাকা থেকে টাকা খরচ করে তাদের পক্ষে লাশ আনা খুব কঠিন। তাই তিনি এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন।

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের দরিদ্র কৃষক বদিউজ্জামানের তিন ছেলের মধ্যে উজ্জ্বল সবার ছোট। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স ১ম বর্ষের পরীক্ষা দিয়ে গত দুই বছরের বেশি সময় আগে ঢাকায় যায়। আশুলিয়া থানার শাহজাহান মার্কেট এলাকার মাদারী মাদবর কেজি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছিল। আশুলিয়া এলাকায় বড় ভাই গার্মেন্টস শ্রমিক আসাদুল ইসলামের বাড়িতে থাকতো। ঘটনার ৬ মাস আগে চিল্লায় যাবার নামে সে বাড়ি ছাড়ে।

অপরদিকে শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া গ্রামের দরিদ্র কৃষক আবুল হোসেনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল ইসলাম পায়েল সবার ছোট। ২০১৫ সালে পার্শ্ববর্তী বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদ্রাসা থেকে আলিম (উচ্চ মাধ্যমিক) পাশ করে পায়েল। সহপাঠী ও বন্ধু পার্শ্ববর্তী কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল হাকিম তাকে (পায়েল) ঢাকায় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে ডেকে নিয়ে যায়। ঘটনার ৬ মাস আগে বন্ধু হাকিমের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।

আরও পড়ুন: বান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্যসহ আটক ৯ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ