X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গিরা দেশের শত্রু, লাশ আমি নেবো না: সাইফুলের বাবা

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৬, ২১:৪০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২২:১৭





গাজীপুরে নিহত ৯ জঙ্গির ৭ জন ও কাউন্টার টেররিজম ইউনিজের লোগো গাজীপুরের পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি সাইফুল ইসলামের বাবা মতিউর রহমান ময়না শাহ বলেছেন, ‘জঙ্গিরা দেশের শত্রু ও দশের শত্রু।ওর লাশ আমি নেবো না। যারা আমার ছেলেকে জঙ্গি কার্যক্রমে লিপ্ত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ সাংবাদিকদের কাছে নিহত তিন জঙ্গির নাম প্রকাশ করেন। এদের মধ্যে একজন হচ্ছেন সিলেটের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি গ্রামের সাইফুল ইসলাম। সে মতিউর রহমান ময়না শাহ ও হুসনে আরা দম্পতির একমাত্র ছেলে। তার ছোট দুই বোন লেখাপড়া করে। সাইফুল গত দুমাস ধরে নিখোঁজ ছিল বলে জানান তার বাবা।সে মনিরগাতি থেকে প্রাইমারি পাস করে পীরপুর হাইস্কুল থেকে এসএসসি ও সিলেটের রায়নগরের সার্ক ইন্টার ন্যাশনাল কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে অনার্সে ভর্তি হতে কোচিং করতে ঢাকা যায়। ঢাকায় গিয়ে সে বাড়ির সঙ্গে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। সে এলাকায় সাইফুল রহমান বাবলু নামে পরিচিত।
গাজীপুরে নিহত জঙ্গিদের ছবি দেখে সাইফুলের বাবা জানান,নিহতদের ছবির মধ্যে তার ছেলের ছবির মিল রয়েছে। তিনি তার ছেলের লাশ আনতে ঢাকায় যাবেন না।
দক্ষিণ খুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস আলী বলেন, ‘ছাত্র জীবনে কলেজে পড়ার সময় সে রাজনীতিতে জড়িয়ে পড়ে। তবে সে কোন দল করতো তা জানতাম না।রাজনীতি থেকে সে এপথে পা বাড়ায়। এলাকায় সাইফুল ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।’
এদিকে পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন, ‘ছেলেটির ছবি ও নামের সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাতারটেকের সোলেমানের বাড়িতে অভিযান চালায় সোয়াত ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। শরতের তুফান নামে ওই অভিযানে গোলাগুলিতে সাত জঙ্গি নিহত হয়।
/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ