X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেই 'সোনার হরিণ' ফেরত দিলেন ইউএনও

বাগেরহাট প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৬, ০৯:২২আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ০৯:২৭

সোনার হরিণ ফেরত দিলেন ইউএনও শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে উপহার দেওয়া সেই সোনার হরিণ ফেরত দিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান। শুক্রবার বেলা ১১টায় তার কার্যালয়ে শিক্ষক নেতাদের হাতে ওই ‘উপহার’ ফেরত দেন তিনি। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর তিনি এই উদ্যোগ নেন।

কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে সেই টাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারকে সোনার নৌকা, হরিণ ও শিক্ষা মনোগ্রাম উপহার দেওয়ার অভিযোগ উঠে। বুধবার ( ১২ অক্টোবর) নিশানবাড়িয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে সোনার নৌকার মনোগ্রাম, ইউএনওকে সোনার হরিণের কোটপিন ও উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমানকে সোনার শিক্ষা মনোগ্রাম উপহার দেওয়া হয়। বৃহস্পাতিবার বাংলা ট্রিবিউনে এই খবর প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে হরিণের নকশা করা সোনার কোটপিন ফেরত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মণ্ডল, শিক্ষক নেতা হারুণ অর রশিদ ও মো. বাবলু আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ওই সোনার হরিণের কোটপিনটি ফেরত নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ের স্মারকযুক্ত এ সংক্রান্ত এক অফিসিয়াল চিঠিতে উল্লেখ করেছেন, ‘১২ অক্টোবর নিশানবাড়িয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় এবং সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সোনার নৌকা ও আমাকে স্বর্ণের হরিণের কোটপিন উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানের ধারাবাহিকতা, সৌন্দর্য এবং আয়োজকদের সম্মান রক্ষার্থে আমি তাৎক্ষণিক উক্ত উপহারটি গ্রহণ করি। আমি একজন সরকারি কর্মচারী। আমি উক্ত উপহার গ্রহণ করতে পারি না। তাই আমি উক্ত উপহার সোনার হরিণটি বিদ্যালয়ের মানোন্নয়নের কাজে ব্যবহারের জন্য ফেরত প্রদান করলাম।’

এই চিঠির কপি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের কাছে এবং বাগেরহাটের জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদেরকেও দেওয়া হয়েছে এর ছায়ালিপি। বুধবারের ওই অনুষ্ঠানে সোনার কোটপিন দেওয়া হয় ইউএনওকে

উল্লেখ্য, বুধবারের ওই অনুষ্ঠানে নিশানবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি অধ্যাপক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান ও ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে মাইকে ঘোষণা দিয়ে স্বর্ণের এসব উপহার দেওয়া হয়েছিল।

অভিযোগ ওঠে, নিশানবাড়িয়া ইউনিয়নে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়গুলো হতে ২ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়েছে চেয়ারম্যান, ইউএনও ও শিক্ষা অফিসারের জন্য তৈরি করা স্বর্ণালংকারের ব্যয় মেটাতে। এ ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভ থাকলেও কর্মস্থলে ঝামেলায় পড়ার ভয়ে প্রকাশ্যে কিছুই বলতে পারেননি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ‘কোনও ধরনের চাঁদার মাধ্যমে এমন অনুষ্ঠান করা হয়নি।’ ব্যক্তিগতভাবে ভালোবেসে কোনও উপহার দিলে তাতে কোনও বাধা নেই বলে তিনি জানান।

আরও পড়ুন- শিক্ষকদের চাঁদায় ইউএনওকে সোনার হরিণ উপহার



/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত