X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আরিফের ফাঁসি হওয়ায় তৃপ্তি পাচ্ছি’

তরিকুল রিয়াজ, বরগুনা
১৬ অক্টোবর ২০১৬, ২৩:০৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২৩:০৬





জগন্নাথ পাঁড়ে আমার ভাইকে যেভাবে হারিয়েছি তা কখনও মানার মত নয়। কেন জঙ্গিরা ওকে এভাবে হত্যা করেছিল। আজ জেএমবি নেতা মো. আসাদুল ইসলাম আরিফের ফাঁসি হবে এ খবরে তৃপ্তি পাচ্ছি অন্তত অপরাধীদের সঠিক বিচার হয়েছে। এমনটাই বলেছেন ঝালকাঠিতে বোমা হামলায় নিহত বিচারক সহকারী জজ জগন্নাথ পাঁড়ের বড় ভাই বিশ্বনাথ পাঁড়ে।


তিনি আরও বলেন, ‘এক যুগ হলেও ভাই হারানোর বিচার পাচ্ছি। আমরা ও এলাকাবাসী সবাই সন্তুষ্ট।’
জগন্নাথ পাড়ের মা শুশিতা পাড়ে বলেন, ‘সন্তান হারানোর বেদনা বোঝানো যায় না। আমিও আমার সন্তান জগন্নাথ পাড়েকে হারানোর বেদনায় দীর্ঘ এক যুগ ধরে কাতরাচ্ছি। আরিফের ফাঁসি হওয়ায় আজ মনে কিছুটা তৃপ্তি এসেছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করতে পারলে জীবন ধন্য হতো।’
জগন্নাথ পাঁড়ের বড় ভাই বিশ্বনাথ পাঁড়ে তাদের সংসারের দুর্দশার কথা ব্যক্ত করেন বলেন, ‘আমরা দরিদ্র পরিবারের লোক। আমার ভাই জগন্নাথ পাঁড়ের আয়ে সংসার চলতো। আমিও এক পা হারিয়ে পঙ্গু হয়ে বেঁচে আছি।’
তিনি আরও বলেন, ‘ভাই জগন্নাথ পাড়ের একমাত্র সন্তান শ্রেষ্ঠ পাঁড়ের জন্য সরকার যদি সহয়তা ও লেখাপড়ার দায়িত্ব নিত তাহলে হয়তো বাবার মত একজন ন্যায় বিচারক হতে পারতো।’


এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পিপি (দুদক) অ্যাডভোকেট কামরুল আহসান মহারজ বলেন, ‘এ রায় কার্যকর করায় আমরা আইনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অনেক খুশি। অনেক দিন হয়ে গেলেও হত্যার রায় কর্যকর করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি আদালতের সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে এবং সোহেল আহমেদ জেএমবির বোমা হামলায় নিহত হন। বিচারক জগন্নাথ পাড়ের গ্রামের বাড়ি পাথরঘাটার পদ্মা গ্রামে। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাতজনের ফাঁসির আদেশ দেন। ইতোমধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা