X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভাষাসৈনিক হেদায়েত হোসেন আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১১:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১১:১৪

ভাষা সৈনিক আলহাজ্ব হোদায়েদ হোসেন অবজ্ঞা ও অবহেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিশোরগঞ্জ জেলার অন্যতম ভাষাসৈনিক আলহাজ্ব হেদায়েত হোসেন (৮৩)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানা যায়, হেদায়েত হোসেন ১৯৫২ সালের মহান ভাষাআন্দোলনের সময় তৎকালীন কিশোরগঞ্জ মহুকুমায় গঠিত সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরে তার মেয়ের বাসায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাঁকে লালমাটিয়ায় সিটি হাসপাতালে নেওয়ার পর পরই সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার কিশোরগঞ্জের শহিদী মসজিদে নামাজে জানাযা শেষে হয়বতনগর সাহেববাড়ি গোরস্তানে হেদায়েদ হোসেনকে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তার বাড়ি জেলা শহরের ফিসারী রোড এলাকায়।

জানা যায়, মহান ভাষা আন্দোলনের সময় হেদায়েত হোসেন গোলাপ ছিলেন স্থানীয় গুরুদয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। ভাষা আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় তিনি কিশোরগঞ্জ মহুকুমার সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন শেষে তিনি সরকারি চাকরি যোগদান করেন এবং জেলা তথ্য কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

আরও জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রতি বছরই জেলা প্রশাসন থেকে ভাষাসৈনিকের সম্মাননা পেয়ে আসছিলেন। কিন্তু গত তিন বছর আগে হঠাৎ করেই অজ্ঞাত কারণে তাঁর নাম ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। জীবন সায়াহ্নে এসে ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ পড়ায় তাঁর মনে তীব্র ক্ষোভ ও বেদনাবোধ কাজ করত। সংবাদকর্মীসহ পরিচিতজনদের কাছে তিনি এ নিয়ে প্রায়ই দুঃখ ও অপমানবোধের কথা জানাতেন। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রতিবেদন প্রচার হলেও জেলা প্রশাসন থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

হেদায়েত হোসেনের মৃত্যুতে বিশিষ্ট ভাষাসৈনিক অধ্যক্ষ আ.ফ.ম শামছুল হুদা গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘আমি ও হেদায়েত এক সঙ্গে ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনে উনার অবদান আছে। কিন্তু গত তিন বছর ধরে তাকে ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উনার প্রতি এ ধরণের আচরণ আমাকে কষ্ট দেয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা