X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

১০ টাকার চাল: কার্ডের বিনিময়ে টাকা নিচ্ছেন আ.লীগ নেতা!

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৬:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:২৩

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১০ টাকা কেজিতে চাল কেনার কার্ড দেওয়ার বিনিময়ে হতদরিদ্রদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৮ অক্টোবর থেকে জুড়ীতে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচ হাজার হতদরিদ্র পরিবার এ সহায়তা পাবে। প্রতিটি ইউনিয়নে নির্ধারিত ডিলারের কাছ থেকে চাল কেনা যাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কর্মসূচি চালু থাকবে।

জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের বাসিন্দা ছালেক মিয়া, মদরিছ আলী, সাফিয়া খাতুনসহ আরও চার-পাঁচজন অভিযোগ করেন, কার্ড তৈরিতে খরচের কথা বলে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান ওরফে বজলু মেম্বার তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন। একই কথা বলে ওই এলাকার আফিয়া বেগম নামের এক নারীর কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন ওই ইউপি সদস্য। ফজলুর রহমান জায়ফরনগর ইউনিয়নের হতদরিদ্রদের বাছাই তালিকা কমিটির সদস্য ও আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

চাল বিতরণ কার্যক্রম দেখতে আসা আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবদুস সালাম ও আবদুল কাদির ক্ষোভের সঙ্গে বলেন, টাকা নেওয়ার ব্যাপারে তাদের কাছেও বেশ কয়েকজন হতদরিদ্র অভিযোগ করেছেন। এতে সরকারের উদ্যোগ ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন তারাও।

তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ‘এসব মিথ্যা কথা। আমি কারও কাছ থেকে টাকা পয়সা নেইনি।’

জায়ফরনগর ইউপির চেয়ারম্যান মাছুম রেজা বলেন, ‘কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার ব্যাপারে অভিযোগ পাওয়ার পর আমি বজলু মেম্বারকে ডেকে আনি। তিনি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন। তাকে দ্রুত লোকজনের টাকা ফেরত দিতে বলেছি।’

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হতদরিদ্র বাছাই তালিকা করার উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ‘কার্ড দেওয়ার সময় টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। গরিব মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা মোটেই সমীচীন হয়নি।’

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার