X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তথ্য সংগ্রহে ১১ লাখ ফরম বিতরণ, ৪ লাখ সংগ্রহ

এফএম মিজানুর রহমান, চট্টগ্রাম
২২ অক্টোবর ২০১৬, ২১:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২১:৪৮

সিএমপি নগরবাসীর তথ্য সংগ্রহ করতে এ পর্যন্ত ১১ লাখ ফরম বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যার মধ্যে গত ৩১ সেপ্টেম্বর পর্যন্ত তথ্যসহ ৪ লাখ ফরম জমা দিয়েছেন নগরবাসী।

সিএমপি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে মোট ৭৮ লাখ ৫৮ হাজার সাতশ মানুষ বাস করেন। শহরের সব বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করতেই সিএমপি এ উদ্যোগ গ্রহণ করে। চলতি বছরের ১৫ মে থেকে শহরের ১৪৫টি বিটের মাধ্যমে এ ফরম বিতরণ শুরু হয়।

সিএমপির কর্মকর্তারা আশা করছেন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই বিশাল উদ্যোগ সম্পন্ন হবে। যা বন্দর নগরীতে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা কমাতে বড় ভূমিকা পালন করবে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতো সিএমপিও জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা কমাতে এ উদ্যোগ গ্রহণ করেছে। যারা নিজেদের পরিচয় গোপন করে চট্টগ্রাম শহর ও এর আশপাশের এলাকার আবাসিক এলাকাগুলোতে আশ্রয় নেয়।

সিএমপির ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নগরবাসীদের মধ্যে ফরম বিতরণের কাজ করছে। আর পুলিশের বিট অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফরম বিতরণ করছেন।

অনেক নগরবাসী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও কোনও ফরম পায়নি। যদিও পুলিশ মে মাস থেকে এ ফরম বিতরণ করছে বলে শুনেছি।’

সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘পুলিশের বিতরণ করা ‘নাগরিক পরিচয় ফরম’-এ ১৬ ধরনের তথ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেসব ভাড়াটিয়ারা ফরম জমা দিয়েছে নাগরিক তথ্য ভাণ্ডার তৈরি সময় তাদের একটি শনাক্তকরণ নম্বর দেওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘আমরা নগরে ১৫ লাখ তথ্য ফরম বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। জমা দেওয়া প্রতিটি ফরম আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। এছাড়া ডাটাবেজ তৈরি করার সময় প্রতিটি ফরমের বিপরীতে আমরা একটি করে আইডি নম্বর দেব।’

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যেই ভাড়াটিয়াদের কাছ থেকে সিএমপি ৪ লাখ ফরম সংগ্রহ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিট অফিসাররা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ফরম দিয়ে আসছেন। আর ফরম জমা দেওয়ার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।’

অনেক নগরবাসী ফরম না পাওয়ার বিষয়ে দেবদাস বলেন, ‘যেহেতু বিভিন্ন পর্যায়ে ফরমগুলো বিতরণ করা হচ্ছে তাই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব ফরম আবার সংগ্রহ করা হবে।’

বিট অফিসার ও খুলশী থানার এসআই বাবলু কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিম্ন আয়ের মানুষ ও ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে আমাকে বিভিন্ন প্রতিবন্ধকতার স্বীকার হতে হচ্ছে। যদিও আমার এলাকার ৬০ শতাংশ তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয়েছে।’

বন্দর থানাধীন আদর্শপাড়া এলাকার বাসিন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নাগরিক তথ্য ফরমের কথা শুনেছি কিন্তু পুলিশের কাছ থেকে আমাদের এলাকায় কেউ এ ফরম পেয়েছে বলে শুনিনি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ যদি আমাদের ফরম না দেয় তবে আমরা থানায় গিয়ে ফরম সংগ্রহ করবো।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত