X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুয়েটে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৩ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ২২:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২৩:০৩

কুয়েটে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৩ শিক্ষার্থী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রতি আসনের বিপরীতে প্রায় ১৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এবছর ১ হাজার ৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য চুড়ান্তভাবে ১২ হাজার ৭১৭ জনকে রাখা হয়েছে। আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েটে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও বিআর্ক কোর্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারও কুয়েট ক্যাম্পাস ছাড়াও খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ, ফুলবাড়ীগেট শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, এইচএসটিটিআই, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, তেলিগাতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও তেলিগাতি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ বছর কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুয়েট ক্যাম্পাসের বিভিন্ন বিভাগে ১০ হাজার ১ থেকে ১৮ হাজার ৩০৯ রোল পর্যন্ত ৮৩০৯ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কুয়েট ক্যাম্পাসের বাইরে ৪ হাজার ৪০৮ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছে। কুয়েট ক্যাম্পাসের পশ্চিম পাশের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে রোল নম্বর ১৮ হাজার ৩১০ থেকে ১৯ হাজার ৫৯ পর্যন্ত, এইচএসটিটিআই কেন্দ্রে রোল নম্বর ১৯ হাজার ৬০ থেকে ১৯ হাজার ৩৫৯ পর্যন্ত, গভ. ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে রোল নম্বর ১৯ হাজার ৩৬০ থেকে ২০ হাজার ১৫ পর্যন্ত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বয়েজ রোল নম্বর ২০ হাজার ১৬ থেকে ২০ হাজার ৬৮০ পর্যন্ত, মহিলা টিটিসি রোল নম্বর ২০ হাজার ৬৮১ থেকে ২১ হাজার ৪৫ পর্যন্ত এবং খুলনার বয়রা সরকারি মহিলা কলেজে রোল নম্বর ২১ হাজার ৪৬ থেকে ২২ হাজার ৭১৭ পর্যন্ত পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা করা হয়েছে।

এবছর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্মাতক কোর্সের শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ফলে গত বছরের তুলনায় এ বছর আরও ১৩০ জন শিক্ষার্থী ভর্তিও সুযোগ পাচ্ছে।

চলতি শিক্ষাবর্ষ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (তওই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশনইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদারইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে (বিইসিএম) ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন এবং এ বছর থেকে ভর্তি করা হবে পুরকৌশল অনুষদের অধিভূক্ত আর্কিটেকচার বিভাগে ৪০ জন, তওই কৌশল অনুষদের অধিভূক্ত ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং যন্ত্রকৌশল অনুষদের অধিভূক্ত এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। চলতি শিক্ষাবর্ষে কুয়েটের বিভিন্ন বিভাগে সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ১ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তিও সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (admission.kuet.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা