X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থিয়েটারের পাঁচ সদস্যের রক্ত পরীক্ষায় তনুর বাবার বিস্ময়

কুমিল্লা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ২০:৪৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:৪৬

তনু হত্যাকাণ্ড ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিহত ছাত্রী সোহাগী জাহান তনুর নাট্যদল ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পাঁচ সদস্যকে সিআইডি ঢাকা অফিসে জিজ্ঞাসাবাদ ও রক্ত পরীক্ষা করা হয়েছে। এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন তনুর বাবা ইয়ার হোসেন।
তিনি বলেন, ‘আমার মেয়ে মারা গেছে সেনানিবাসের ভেতরে আর তারা বাইরের লোকদের  রক্ত পরীক্ষা করছেন। বাইরের লোকজনতো ভেতরে এসে আমার মেয়েকে মেরে যায়নি। যদি বাইরের লোক তনুকে মেরে  ফেলে চলে যায়, তাহলে ভেতরের লোকজন কী দায়িত্ব পালন করে?’
তিনি আরও বলেন, ‘আমি তনু হত্যার সুষ্ঠু বিচার চাই, আর কিছু চাই না।’
সোমবার ঢাকায় যে পাঁচ সদস্য রক্ত পরীক্ষা দিয়েছেন তারা হলেন, থিয়েটারের সাবেক সভাপতি ওয়ালীউল্লাহ রিপন, সাবেক সহ-সভাপতি সোহেল রানা জয়,সদস্য বাপ্পী, আরজু ও মোজাম্মেল। তাদের মধ্যে বাপ্পী আর আরজু কুমিল্লায় ফিরে এসেছেন। ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী রবিবার ঢাকায় ওই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন।

তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার এএসপি জালাল উদ্দিন আহমেদ জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন। 

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। ২১মার্চ কুমিল্লা মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। ওই দিন অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস সহায়ক ইয়ার হোসেন।  গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। গত ৪ এপ্রিল দেওয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকায় সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ। গত ১৬ মে তনুর কাপড়ে ৩ পুরুষের শুক্রাণু পাওয়া যাওয়ার খবর সিআইডির কুমিল্লা অঞ্চলের তৎকালীণ বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর আবারও আলোচনায় উঠে আসে প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন। ১২ জুন দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনেও তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকার কথা বলা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত