X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘হামিদ নগরের’ দাবি এখনও অপূর্ণ

নয়ন খন্দকার, ঝিনাইদহ
২৮ অক্টোবর ২০১৬, ১৯:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:২৭

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হলো আজ ২৮ অক্টোবর। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তার নামে গড়ে উঠেছে ঝিনাইদহের মহেশপুরে কলেজ, যাদুঘর, জেলা শহরে স্টেডিয়াম। তবে দীর্ঘদিন ধরে হামিদুর রহমানের নিজ গ্রাম মহেশপুরের খর্দ্দ খালিশপুরকে ‘হামিদ নগর’ করার দাবি জানিয়ে আসছেন গ্রামবাসি। আজও তার বাস্তবায়ন হয়নি।

ঝিনাইদহ থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মহেশপুর উপজেলা। সে উপজেলার প্রত্যন্ত গ্রাম খর্দ খালিশপুর। এ গ্রামেই বাংলাদেশের সূর্য সন্তান হামিদুরের শৈশব-কৈশোর, বেড়ে ওঠা। অসচ্ছলতার কারণে তিনি বেশিদূর লেখাপড়া করতে পারেননি। তবে তিনি ছিলেন দৃঢ়চেতা ও সংকল্পে অবিচল। দেশের জন্য শেষ রক্ত বিন্দু লড়ে গেছেন এই বীর সেনানি। জীবন দিয়ে ধ্বংস করে যান পাকসেনাদের দুটি মেশিন গান পোস্ট। শত্রুর গুলিতে শহীদ হন তিনি।

হামিদুর রহমানের সহযোদ্ধারা তার মরদেহ ভারতে নিয়ে ত্রিপুরার আমবাশা এলাকায় সমাহিত করে। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়। ২০০৭ সালে এ বীরের দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়েছে।

১৯৮১ সালে সেনাবাহিনী তার মায়ের জন্য ৩ কামরার একটি বাড়ি তৈরি করে দেয়। যদিও বাড়িটি এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যরা। বীরশ্রেষ্ঠের ছোট ভাই ফজলুর রহমান জানান, ‘যে কোনও সময় বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা খুব ঝুঁকির মধ্যে বসবাস করছি।’

বীরশ্রেষ্ঠের মেঝ ভাই হামজুর রহমান জানান, ‘বীরশ্রেষ্ঠের গ্রামটি নামেই হামিদনগর, খাতাকলমে এখনও খোর্দখালিশপুর। আমাদের জোর দাবি বীরশ্রেষ্ঠের এই গ্রামটি যাতে দ্রুত হামিদনগর নামেই খাতাকলমেও ব্যবহার শুরু হয়।’

বীরশ্রেষ্ঠের ভাতিজা ও বীরশ্রষ্ঠের হামিদুর রহমান স্মৃতি লাইব্রেরি ও জাদুঘরের কেয়ারটেকার মুস্তাফিজুর রহমান জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তার গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তার নামে প্রতিষ্ঠিত একটি মহাবিদ্যালয় সরকারি হয়েছে। মহাবিদ্যালয়ের আঙ্গিনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বাস্তবায়িত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতি লাইব্রেরি তথা জাদুঘর। যাদুঘরের একমাত্র কেয়ারটেকারের চাকুরি আজও সরকারিকরণ হয়নি।

বীরশ্রেষ্ঠের বোন আছিয়া বেগম জানান, শতশত মানুষ আসে বীরশ্রেষ্ঠের বাড়ি, যাদুঘর, বীরশ্রেষ্ঠের মায়ের কবর ও কলেজ দেখার জন্য। কিন্তু গ্রামটির রাস্তাঘাটের অবস্থা একেবারেই জীর্ণদশা। তিনি অভিযোগ করেন বহু তদবির সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর দেয়নি। অথচ বীরশ্রেষ্ঠের গ্রাম হওয়ায় দর্শনার্থী হিসেবে অনেক বিশিষ্টজনেরও আগমন ঘটে গ্রামটিতে।

সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান বলেন, ‘শুধু ঝিনাইদহ আর মৌলভীবাজারে নয়, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী বাংলাদেশের প্রতিটি জেলায় পালন করা প্রয়োজন। যাতে বাংলাদেশের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্ম জানতে পারে।’

ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, গ্রামটির নাম পরিবর্তন করা যদি ওই এলাকার মানুষের প্রাণের দাবি যদি হয় তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- 

‘দুই কন্যাকে নিয়ে আমি গর্বিত’

পেট্রোল বোমাসহ চার হুজি সদস্য আটক

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ