behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

সতর্ক জনগোষ্ঠী চরমপন্থা ঠেকাতে পারে: বার্নিকাট

খুলনা প্রতিনিধি১৯:১৮, নভেম্বর ৩০, ২০১৬

খুলনায় মার্কিন রাষ্ট্রদূতমার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, ‘সহিংস চরমপন্থা বৈশ্বিক সমস্যা হিসেবে আমাদের সবাইকে আক্রান্ত করেছে। এটি মোকাবেলায় আমাদের দেশ-জাতিভেদে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সহিষ্ণু ও সতর্ক জনগোষ্ঠী নিজেরাই চরমপন্থা প্রতিরোধে সক্ষম।’

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর অফিস পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেন।খুলনায় মার্কিন রাষ্ট্রদূত

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড উপস্থাপন করেন পিস কনসোর্টিয়ামের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কোঅর্ডিনেটর প্রীতম মুস্তফী। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তরের পিস প্রকল্পের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।

মার্কিন রাষ্ট্রদূত পরে রূপান্তর থিয়েটার শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আরও পড়ুন- 

/এফএস/ Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ