X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে খাস জমি উচ্ছেদে বাধা

বরিশাল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:০৫

বরিশালে খাস জমি উচ্ছেদে বাধা বরিশালে সরকারি এবং বিআইডব্লিউটিএ’র জমি থেকে দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে তা স্থগিত করা হয়েছে। শনিবার রসুলপুর চরের বাসিন্দাদের উচ্ছেদ করতে গেলে উচ্ছেদকারীদের সঙ্গে সংঘর্ষে চার নারীসহ আটজন আহত  হন।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক ও বরিশাল বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, তাদের বেদখল হওয়া জমি উদ্ধারে প্রথম পর্যায়ে ২১১টি ঘর উচ্ছেদের জন্য তারা আগেই নোটিশ দিয়েছিলেন। সে অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান নিয়ে তারা শনিবার বেলা সাড়ে ১০টায় রসুলপুরে উচ্ছেদ কার্যক্রম চালাতে গেলে বাসিন্দারা বাধা দেন। আধা ঘণ্টা পর তারা কার্যক্রম বন্ধ করে চলে আসেন।

এখন জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোস্তাফিজুর রহমান। 

বরিশালে খাস জমি উচ্ছেদে বাধা রসুলপুর চরের বাসিন্দা আবদুল্লাহ আল কবির ঢালী বলেন, কীর্তনখোলা নদীর তীর থেকে ৪০ ফুট জমিতে থাকা ঘর উচ্ছেদের নির্দেশ থাকায় তারা সেখান থেকে স্বেচ্ছায় ঘর সরিয়ে নিচ্ছেন।  তবে এর বাইরের ঘরগুলোও উচ্ছেদের চেষ্টা করায় তারা বাধা দেন।

মো. নূরুল হক নামে রসুলপুরের আরেক বাসিন্দা বলেন, উচ্ছেদের তালিকায় যে দাগের জমি রয়েছে, তা উচ্ছেদ না করে এই বস্তিতে থাকা পাকা ভবনের মালিকদের সঙ্গে ভূমি অফিসের পেশকার, সার্ভেয়াররা আঁতাত করে অন্য দাগের জমিতে থাকা ঘর উচ্ছেদে নামলে তারা আপত্তি জানান। 

এ বিষয়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই শনিবার তারা উচ্ছেদ অভিযানে যান। ২০১১-১২ সালে করা ওই তালিকায় অনিয়মের কোনও সুযোগ নেই। অভিযানে গিয়ে রসুলপুর চরের বাসিন্দাদের বাধার মুখে পড়ায় স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় নেতাদের ডাকা হয়েছে।  সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

আরও পড়ুন:

রোহিঙ্গা অনুপ্রবেশ চলছেই, এক মাসে ফেরত ২৪৭২ জন

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী