X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইভীর সঙ্গে ২ ঘণ্টা

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

প্রচারণায় ব্যস্ত আইভী ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে শুরু করেছিলেন আগে থেকেই। তবে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার ঘড়ির কাঁটা ৯টার ঘর ছোঁয়ার কয়েক মিনিট আগেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাঠানটুলী এলাকায় গিয়ে হাজির হন তিনি। সঙ্গে সাত থেকে আট জন কর্মী। পাঠানটুলী বাসস্ট্যান্ডে নামার পরেই এলাকায় রব ওঠে ‘ওই যে আইভী আসছে’, ‘চুনকার মাইয়্যা আইছে’, ‘আইভী আপা, নৌকা নৌকা’।

সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়। এরপর মূলত মঙ্গলবার সকাল থেকেই প্রতীক নিয়ে শুরু হয় প্রার্থীদের মূল প্রচারণা।

ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ

আইভী সিটি করপোরেশনের ৮নম্বর ওয়ার্ডের পাঠানটুলী, গোদনাইল, এনায়েতনগর, প্রধানবাজার, আইলপাড়া, চৌধুরীবাড়ি, তাতখানা এলাকা পরিদর্শন করেন। ওই সময়ে বিভিন্ন বাসাবাড়ি থেকে বাসিন্দাদের রাস্তার বের হতে দেখা গেছে। আইভী তাদের সঙ্গে কথা বলেছেন। অনেকের সঙ্গে আলিঙ্গন করেছেন। হাত মিলিয়েছেন। আবার অনেক নারীর সঙ্গে আলাপ করে জানতে চেয়েছেন, কাকে ভোট দেবেন। কেউ কেউ বলেছেন, আইভীকে।  কেউবা বলেছেন নৌকা মার্কায়। এ সময় অনেকে ফুল ছিটিয়ে আইভীকে বরণ করে নেন। প্রচারণায় ব্যস্ত আইভী

‘মারে...তুই ক্যারে আইসস’

দক্ষিণ এনায়েতনগর এলাকায় সকাল থেকেই জট বেঁধেছিলেন ১৬-১৭ জন নারী। তাদের মধ্যে ছিলেন সাবিকুন নাহার (৭০)। আইভীকে দেখেই জড়িয়ে ধরে কপালে চুমু খান তিনি। যাওয়ার সময়ে আইভীকে বলেন, ‘মারে তুই কেরে আইসস কষ্ট কইরা?’

‘আইভী আসলেও পাশ, না আসলেও পাশ’

পশ্চিম এনায়েতনগর প্রধান বাজার এলাকায় ‘সানি স্টোর’ নামের একটি মুদি দোকান। সেখানে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আইভীর নাম শুনেই আশেপাশের বাড়ি থেকে ছুটে আসেন লোকজন। বিভিন্ন ভবন থেকে লোকজন হাত নেড়ে স্বাগত জানান আইভীকে। সাইফুজ্জামান নামের একজন চাকরিজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইভী আসলেও পাশ- না আসলেও পাশ।’

সখিনা মঞ্জিল থেকে বেরিয়ে আসেন কয়েকজন নারী। সঙ্গে কয়েকটি শিশু। তারাও আইভীকে দেখে বলে ওঠেন, ‘আপা আমিও আপনারে ভোট দিমু।’ আইভী বলেন, ‘তুমি কি ভোটার’। উত্তরে ওই শিশু বলেন, ‘আম্মারে কমু আমারে লগে লইয়া ভোটটা যাতে আইভীরে দেয়।’ প্রচারণায় ব্যস্ত আইভী

গণসংযোগেই গণমাধ্যমের সঙ্গে কথা চলে আইভীর

মঙ্গলবার সকাল থেকে গণসংযোগ চলাকালেই চলন্ত পথে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইভী। তিনি বলেন, ‘আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সব এলাকায় যেতে, গিয়ে মানুষকে ভোট দেওয়ার আহ্বান রাখতে। বিগত দিনে আমি চেষ্টা করেছি সাধ্যমত উন্নয়ন করব। চেষ্টা করেছি উন্নয়ন শেষ করতে। অনেক উন্নয়ন হয়েছে অনেক চলমান আছে। বিগত নির্বাচনেও আমার জন্য মা বোনেরা এগিয়ে এসেছিলেন। এবারও আসছেন। শুধু নারী না পুরুষেরাও আসছেন। আমি মনে করি, এটাই আমার স্বার্থকতা। অনেক তরুণ ভোটাররাও আসছেন।’

আরও পড়ুন- 

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন: অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে আ.লীগে
খুলে দেওয়া হয়েছে সেই কলেজের তালা

/এফএস/ এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা