X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল রসরাজের জামিন শুনানি, আদালতে পৌঁছেছে ফরেনসিক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৮:১৫

রসরাজ দাস ফেইসবুকে ধর্ম অবমাননার ঘটনায় নাসিরনগরের হরিপুর গ্রামের গ্রেফতারকৃত রসরাজ দাসের জামিন শুনানি আগামীকাল মঙ্গলবার জেলা জজ আদালতে হওয়ার কথা রয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে ডিজিটাল ফরেনসিক রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া বলেন, জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে রিপোর্টে কী রয়েছে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।



অ্যাডভোকেট নাসির মিয়া জানান, ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, ফরেনসিক রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ইতিপূর্বে হরিপুর বাজারের আল আমিন সাইবার পয়েন্ট- এর মালিক জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে জব্দকৃত কম্পিউটার ঢাকায় ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কাবা শরিফ অবমাননার ছবিটা জব্দকৃত জাহাঙ্গীর আলমের কম্পিটারে সংরক্ষণ এবং এডিট করা হয়েছে। এর কিছুক্ষণ পরে তা আবার মুছে ফেলা হয়েছে। 
রসরাজের ফেইসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে কিনা জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, এখনও  এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ফরেনসিক বিভাগ। তবে এ ব্যাপারে আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের রসরাজ দাসের ফেসইবুক থেকে কাবা শরিফ অবমাননার অভিযোগ এনে পরদিন (৩০ অক্টোবর) নাসিরনগর সদরে পৃথক দুটি সভা আহ্বান করে আহলে সুন্নাতুল জামাত এবং খাঁটি আহলে সুন্নাতুল জামাত নামে দুটি ইসলামি সংগঠন। এই সমাবেশ থেকে একদল লোক লাঠিসোটা এবং ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে নাসিরনগর উপজেলা সদেরর বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায়। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় মোট আটটি মামলা হয়। পুলিশ এখন পর্যন্ত ১০৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন:
নাসিরনগরে হামলা: ইউপি চেয়ারম্যানের সহকারীসহ আটক ২

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী