X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শনিবার কুয়াকাটা সৈকতে শুরু হচ্ছে বিচ কার্নিভাল

পটুয়াখালী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৮:১০

শনিবার কুয়াকাটা সৈকতে শুরু হচ্ছে বিচ কার্নিভাল

কুয়াকাটা সমুদ্র সৈকতে আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বিচ কার্নিভাল ২০১৭’। বাংলাদেশ পর্যটন বোর্ড এই কার্নিভালের আয়োজন করছে। এ অনুষ্ঠানকে ঘিরে কুয়াকাটায় বিপুল পরিমাণ পর্যটকের আগমন হবে বলে আশা করা হচ্ছে।

‘মেতে উঠুন উৎসবে, আনন্দ ও উল্লাসে। উপভোগ করুন সপরিবারে’ এই শ্লোগানকে সামনে রেখে এবারই প্রথমবার এখানে ‘বিচ কার্নিভাল’ এর আয়োজন করা হয়েছে। পর্যটকদের মন কাড়তে পর্যটন নগরী কুয়াকাটা সেজেছে বর্ণিল সাজে। তিনদিন ব্যাপী এ কার্নিভালকে সফল করতে কুয়াকাটা সৈকতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শনিবার সকালে র‌্যালি শেষে কার্নিভালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও উপস্থিত থাকবেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। কার্নিভালে প্রতিদিনই পর্যটকদের জন্য থাকছে বিচ ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাড়িয়াবান্ধা, ভলিবল, ঘুড়ি উৎসব, সি-ক্রুজিং, ওয়াটার বাইক, এ টিভি রাইডস, বোড বোয়িং, ক্যাম্প ফায়ার, বারবিকিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। প্রতিদিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ, ঐতিহাসিক রাখাইন নৌকা পরিদর্শন, বৌদ্ধ মন্দির ও হিন্দু মন্দির পরিদর্শন, ঐতিহ্যবহী কূপ পরিদর্শন, কুয়াকাটা-সুন্দরবন ভ্রমণ, স্থানীয় ঐতিহ্যবাহী হস্ত শিল্প, কুটির শিল্প ও সুস্বাদু খাবারের পরিবেশনা। এছাড়াও থাকবে মনোমুগ্ধকর বিচ লাইটিং।

শনিবার কুয়াকাটা সৈকতে শুরু হচ্ছে বিচ কার্নিভাল

বাংলাদেশ পর্যটন বোর্ডের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, বিচ কার্নিভাল উৎসবের প্রতি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও প্রথম দিন থাকবে গান গাইবে ব্যান্ডদল চিরকুট, দ্বিতীয় দিন ডলি সায়ন্তনি এবং শেষদিন মঞ্চ মাতাবেন আইয়ুব বাচ্চু।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, কার্নিভাল উপলক্ষে এরই মধ্যে সব হোটেলেই আগাম বুকিং হয়ে গেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বলেন, অনুষ্ঠানকে ঘিরে পুরো নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার কুয়াকাটা সৈকতে শুরু হচ্ছে বিচ কার্নিভাল

পটুয়াখালী জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী বলেন, সমুদ্র সৈকত কুয়াকাটাকে সারাবিশ্বের কাছে তুলে ধরতে মেগা বিচ কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের কাছে কুয়াকাটার পরিচিতি বাড়বে বলে আশঅ করা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ