X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুলাউড়ায় ১২ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই, সেবা ব্যাহত

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ০৫:০৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৫:০৯

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মধ্যে ১২টিতে চিকিৎসক না থাকায় রোগীরা স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন না। এদিকে চিকিৎসক না থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, কুলাউড়া উপজেলার আটটি ইউনিয়নে পরিবারকল্যাণ কেন্দ্র ও পাঁচটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ২০১৪ সালের ৭ আগস্ট এসব কেন্দ্রে ১৩ জন চিকিৎসক যোগদান করেন। এর মধ্যে বর্তমানে শুধু বরমচাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক আছেন।
হাজীপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত ক্ষোভ প্রকাশ করে জানান, তার এলাকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মকর্তা নেই। ফলে দরিদ্র লোকজন স্বাস্থ্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধার ইউপি চেয়ারম্যান এম এ রহমান, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান,পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও শরীফপুর ইউপির চেয়ারম্যান জুনাব আলী তাদের এলাকার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় একইভাবে ক্ষোভ প্রকাশ করেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (অতিরিক্ত দায়িত্ব) জাকির হোসেন বলেন, তিনি কাদিপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। পরে চিকিৎসক সংকটের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসকদের বেশির ভাগ প্রশিক্ষণে রয়েছেন ও কয়েকজন অন্যত্র বদলি হয়ে গেছেন।

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই কেন্দ্রগুলোতে শিগগিরই চিকিৎসক দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে চিকিৎসকদের উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।’  তিনি আরও বলেন, ‘তবে নতুন চিকিৎসক নিয়োগ হলে হয়তো এ সমস্যা কেটে যাবে।’

 প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলা পরিষদের মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী, বিভিন্ন সরকারি দফরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি।

এপিএইচ/

আরও পড়ুন:  

প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন আজ

খুলনায় শীতের প্রকোপ বেড়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত