X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সোমবার থেকে ২১ জেলায় পণ্য পরিবহনে ধর্মঘটের হুমকি

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:৩৮


সোমবার থেকে ২১ জেলায় পণ্য পরিবহনে ধর্মঘটের হুমকি সোমবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান, পিকআপসহ সব পণ্যবাহী যানবাহনে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করার হুমকি দিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবারের মধ্যে ১২ দফা দাবি না মানলে এ ধর্মঘটন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। শনিবার সকাল ১১টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফফার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেস নোটজারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজী ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, জ্বালানী তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছর সীতাকুণ্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক চালকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাক ও কাভার্ড ভ্যান দেশের একটি শিল্প। রাষ্ট্রের উচ্চ স্তরের নীতি নির্ধারণী পর্যায়ের কিছু ব্যক্তির ভ্রান্ত নীতি উদাসীনতা ও বৈষম্যের শিকার হয়ে এ শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ভ্রান্ত নীতি ও সিদ্ধান্তের কারণে মালিকরা পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন এবং শ্রমিকরা অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ট্রাক-কাভার্ড ভ্যান ছাড়াও অন্যান্য যানবাহনও সড়কে দুর্ঘটনা ঘটায়। অন্যান্য যানবাহন যখন গাছের সঙ্গে সংঘর্ষ ঘটায় তখন সড়কের পাশের গাছ কেটে ফেলা হয় না, যখন ব্রিজ ভেঙ্গে খাদে পড়ে যায়-তখন বিজটি বন্ধ করে দেওয়া হয় না, রাস্তার গর্তে পড়ে উল্টে গেলে রাস্তার দোষ হয় না, মুখোমুখী সংঘর্ষ হলে তখন কোনও প্রশ্ন হয় না। শুধুমাত্র পণ্য পরিবহনের সাইড অ্যাঙ্গেলের সঙ্গে লাগলেই ঘাতক বলা হয়। কী কারণে, কার দোষে এ দুর্ঘটনা ঘটল- তা কেউ বিশ্লেষণ করেন না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু, ওহিদুল ইসলাম, আজিজুল আলম মিন্টু, এম জেনারেল ইসলাম, মো. রিপন, রবিউল ইসলাম রবি, আবু সাইদ, কাজী সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ