X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যাকাণ্ড: বগুড়ায় জাপার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া ও গাইবান্ধা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫০

ডা. আবদুল কাদের খান বগুড়া শহরের রহমান নগরের বাসভবন ও ক্লিনিক পাঁচ দিন ঘেরাও করে রাখার পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. আবদুল কাদের খানকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধার গোয়েন্দা পুলিশ বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বাসায় তল্লাশিও করা হয়। গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে জানান, গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এই খবর নিশ্চিত করে জানান, ডা. কাদেরকে গাইবান্ধায় নেওয়া হচ্ছে।

জানা গেছে, ডা. কর্নেল (অব.) কাদের ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বগুড়া শহরের রহমাননগরে জেলাদারপাড়ায় তার পাঁচতলা ভবন রয়েছে। ওই ভবনে গরীব শাহ ক্লিনিক আছে। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। ডা. কাদের ও তার স্ত্রী বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. এজেইউ নাসিমা বেগম রোগীও দেখেন নিয়মিত।

ডা. কাদের খানের বাসভবন

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ডা. কাদের বগুড়ার বাসায় আসেন। রাত ১০টার পর পোশাকে ও সাদা পোশাকে একদল পুলিশ বাসার সামনে অবস্থান নেয়। তার স্ত্রী ডা. নাসিম জানান, পুলিশ কর্মকর্তারা তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন।

পরবর্তীতে ডা. কাদের সাংবাদিকদের জানান, তিনি গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন না। ওইদিন থেকেই বিপুল সংখ্যক পুলিশ তার বাসা ও আশপাশে অবস্থান নেয়। এরপর থেকে তিনি বাড়িতে অবরুদ্ধ ছিলেন। প্রতিদিনই তাকে গ্রেফতারের গুজব প্রচার হচ্ছিলো। মঙ্গলবার বিকাল ৫টার দিকে একদল পুলিশ তার বাসার ভিতরে ঢোকেন। এরপর তাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যান তারা। পরে বাসায় তল্লাশি শুরু হয়। এ ব্যাপারে তার পরিবারের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে কাদের খানকে আটক করা হয়েছে। বগুড়া থেকে তাকে গাইবান্ধা নিয়ে আসার পর পুলিশ হেফাজতে রাখা হবে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হতে পারে। 

এর আগে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ডা. কাদের খানসহ ১১০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ২৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

/এফএস/

আরও পড়ুন-

যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযমকে ভাষা সৈনিক স্বীকৃতির দাবি! 

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি ওবায়দুল কাদেরের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ