X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৬

সুন্দরগঞ্জ থানা এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট ডা. কাদেরের গ্রামের বাড়িতে অভিযান শুরু করেন। সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনবাড়ী) গ্রামের ওই বাড়িতে অভিযান শুরু হয় বুধবার দুপুর পৌনে ৩টার দিকে। পুরো বাড়ি ঘিরে রেখে চালানো হয় তল্লাশি। বাড়ির সামনের তিনটি পুকুরের পানি মেশিনের মাধ্যমে সেচ দিয়েও অভিযান চালানো হয়। তবে রাত পর্যন্ত অভিযানে কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।
সর্বশেষ বুধবার দিবাগত রাত ১টার দিকে কাদের খাঁনের দেওয়া তথ্য অনুসরণ করে ওই বাড়ির উঠানে একটি গর্তের সন্ধান পাওয়া যায়। ওই গর্ত থেকেই উদ্ধার করা হয় একটি পিস্তল ও ম্যাগাজিন।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. কাদের খাঁনের দেওয়া তথ্য অনুয়ায়ী তার বাড়ির উঠানের গর্তে রাখা একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।’
ওসি আতিয়ার রহমান জানান, লিটন হত্যায় তিন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে কর্নেল কাদের খাঁন একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি আগেই জমা দিয়েছিল। নতুন উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র পেল পুলিশ। তৃতীয় অস্ত্রটি উদ্ধার করতেও পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

‘ডা. কাদেরের পিস্তলের ৪০ রাউন্ড গুলি ও ম্যাগাজিনের হদিস নেই’

‘আমার স্বামীকে তো আর ফিরে পাবো না, দ্রুত বিচার দেখতে চাই’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারত-চীন-রাশিয়া-বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী’
‘ভারত-চীন-রাশিয়া-বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী’
সেলসম্যান অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালাতো সাগর
সেলসম্যান অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালাতো সাগর
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
মশারির মধ্যে মশারি খাটাবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের
মশারির মধ্যে মশারি খাটাবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন