X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আমার স্বামীকে তো আর ফিরে পাবো না, দ্রুত বিচার দেখতে চাই’

গাইবান্ধা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৪

এমপি লিটনের স্ত্রী ও বোন ‘আমি তো আর কখনও আমার স্বামীকে ফিরে পাবো না। তবে এখন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। অন্যদেরও গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দ খুরশিদ জাহান স্মৃতি এসব কথা বলেন। লিটন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে জাতীয় পার্টির সাবেক এমপি ডা. কাদের খাঁন গ্রেফতার হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়ায় কাদের খাঁনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এর পর তাকে রাতেই গাইবান্ধায় নিয়ে আসা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই গণমাধ্যমকর্মীদের সামনে এমপি লিটনের স্ত্রী তার প্রতিক্রিয়া জানান।

লিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও তিন হত্যাকারীকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সৈয়দ খুরশিদ জাহান স্মৃতি। তিনি আরও বলেন, ‘এমপি লিটনকে হত্যার পর পুরো সুন্দরগঞ্জবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি আর কখনও পূরণ হওয়ার নয়। তবে হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত সবোর্চ্চ শাস্তির ব্যবস্থা করা হোক এখন এই একটাই চাওয়া। এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন।’

এসময় তার সঙ্গে উপস্থিত লিটনের বোন ফাহমিদা কাকলী বুলবুল বলেন, ‘এতদিন পর আমার ভাইয়ের হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এজন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মিডিয়াকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হত্যার ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করে হত্যাকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতার করেছে সেব্যাপারে আমরা সন্তুষ্ট। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের সবোর্চ্চ শাস্তির দাবি জানাই।’

লিটনের অপর বোন আফরোজা বারীও হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ সাজার দাবি করেন।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মনজু বলেন, ‘এমপির খুনিদের শনাক্ত ও গ্রেফতার করায় দলীয় নেতাকর্মীরা সন্তষ্ট। তবে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে শাস্তি চাই।’ 

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক এম আবদুস সালাম বলেন, ‘এ জঘন্যতম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ যে ভূমিকা পালন করেছে এবং রহস্য উৎঘাটন ও আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে তা পুলিশের একটি অন্যতম সাফল্য। দ্রুত বিচারকাজ শুরু করে খুনিদের শাস্তির দাবি জানাই।’

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে এমপি লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। লিটন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবির, বিএনপির নেতাকর্মীসহ অন্যদের মধ্য থেকে অন্তত ১২৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটকদের মধ্যে থেকে ২৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরমধ্যে সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ, জামায়াতের অর্থের যোগানদাতা হাজী ফরিদ উদ্দিন, শিবির ক্যাডার আশরাফুল ইসলাম, জহিরুল ইসলামসহ ১৪ জনকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

/এফএস/

আরও পড়ুন- 


‘ফের এমপি হওয়া লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে