X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:২৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:২৮

বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী এস এম মনজুর হোসেন মিলন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী। অভিযোগে তিনি আরও বলেন, তার নির্বাচনি পোস্টার ছেঁড়া ও পোড়ানো হচ্ছে, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং তার কর্মীদের মারধর ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপি প্রার্থীর এসব অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক।
বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার সর্বত্র সাঁটানো ধানের শীষের পোস্টার আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা ছিঁড়ে পুড়িয়ে দেয়। এর পরদিন যুবদল ও ছাত্রদলের ১০-১২ জন কর্মী টরকী বাসস্ট্যান্ডে পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগের ১৫-২০ নেতাকর্মী তাদের ওপর চড়াও হন। এসময় যুবদল কর্মী মিলন সরদার ও বোরহানকে মারধর করেন তারা। একইসঙ্গে তাদের হুমকি দেওয়া হয় যেন তারা এলাকা ছেড়ে চলে যান।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ধানের শীষের প্রচারণার জন্য কোনও রিক্সা, অটোরিক্সা, মাহেন্দ্র ও ভ্যান ভাড়া না দেওয়ার জন্য এসব যানবাহনের মালিকদের চাপ দেওয়া হয়েছে। এছাড়া খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুলসহ বিভিন্ন এলাকায় বিএনপি’র প্রচরণায় হামলা ও কর্মীদের মারধর করে তাদের এলাকা ত্যাগের জন্য হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।
এমনকি তিনি নিজেও প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগে জানান বিএনপি প্রার্থী মিলন।
বিএনপি প্রার্থীর আনীত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট বলে দাবি করে গৌরনদী উপজেলার আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গৌরনদীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন।’
উল্লেখ্য, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী এস এম মনজুর হোসেন মিলন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী।

আরও পড়ুন-

শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার

ভোলায় পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩০

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ