X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোলায় পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩০

ভোলা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৯

ভোলায় পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩০ ভোলার মনপুরার উপজেলা সদর হাজির হাট বাজারে পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাস্তার ওপর অবৈধ ফলের দোকান সরানো ও ব্যবসায়ীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের শটগানের গুলিতে সাংবাদিক,শিশু, ব্যবসায়ীসহ কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মনপুরা থানার ওসি শাহিন খানসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।
দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনার পর সোয়া ১১ টায় স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।


পুলিশের গুলিতে আহতদের মধ্যে দৈনিক ভোরের পাতার স্থানীয় প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, ব্যবসায়ী সোয়েব, মো. ইব্রাহীম, আবু তাহের, শরিফ, নুরুউদ্দিন, তরিকুল ইসলাম, আরিফ, হারুন, কবির, নাহিদ, হারুন, রাকিব, হোসেন, লিটন ফরাজী, মোসলেহ উদ্দিন, জামাল নুরুউদ্দিন, নুরইসলাম, কুটি মাঝি, আবদুর রহমানের নাম পাওয়া গেছে। অপরদিকে ব্যবসায়িদের ইট-পাটকেল নিক্ষেপে আহত পুলিশ সদস্যরা হলেন- ওসি শাহীন খান, এএসআই প্রদীপ, পুলিশ সদস্য জুনায়েদ, আরিফ, জসিম, আবদুল হালিম, নাইম। তাদেরকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোলায় পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩০

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাজারের ব্যবসায়ী সেলিম হাওলাদার জানান, আজ সকাল ৯টার দিকে হাজিরহাট বাজারের ফলের ব্যবসায়ী হারুন, আবদুর রহমান ও হাসানের দোকান উচ্ছেদ ও ব্যবসায়ীদের মারধর করে মনপুরা থানার ওসি শাহীন খান। পরে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ রেখে পুলিশের বিরুদ্ধে মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের ওপর কয়েক রাউন্ড শটগানের গুলি করলে ব্যবসায়ীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।
বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. মহিউদ্দিন জানান, বিনা নোটিশে পুলিশ তিন ব্যবসায়ীর ফলের দোকান উচ্ছেদ করার সময় মারধরের ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মিছিল করে। পরে পুলিশ বিনা উস্কানিতে ব্যবসায়ীদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। এতে অর্ধশতাধিক ব্যবসায়ী আহত হয়।
ভোলায় পুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩০

মনপুরা থানার ওসি শাহীন খান বাংলা ট্রিবিউন জানান, হাজির হাট বাজারের রাস্তার ওপর অবৈধ ফলের দোকান উঠাতে সেখানে যাওয়া হয়। পরে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শটগানের গুলি করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ