X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পুলিশি হেফাজতে দিনমজুরের মৃত্যু: এএসআই বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) হেফাজতে ঠান্ডু মিয়া (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ ওঠায় ওই এএসআইকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ওই দিনমজুরের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এএসআই রবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঠান্ডু মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, নিহত ঠান্ডু মিয়া নাগরপুর উপজেলার দেওজান সলিল গ্রামের হিরু মিয়ার ছেলে। বুধবার রাতে টাঙ্গাইলের নাগরপুর ও চৌহালী উপজেলার সীমান্তবর্তী এলাকা বন্যা মোড় থেকে ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করে এএসআই রবিউল। সেখান থেকে তাকে থানায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশের মারধরের কারণে মৃত্যু হয় ঠান্ডু মিয়ার। তবে এএসআই রবিউল ইসলাম দাবি করছেন, চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাতে গেলে ঠান্ডুর মৃত্যু হয়।
নিহতের শ্বশুর রায়হান আলী অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যার পর পাশের বন্যা মোড় থেকে ঠান্ডু মিয়াকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান এএসআই রবিউল ইসলাম। এসময় তিনি কারও কোনও প্রশ্নের উত্তর দেননি। কিছুক্ষণ পর জানতে পারি ঠান্ডুকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তার লাশ পাই।’
রায়হান আলী বলেন, ‘এএসআই রবিউল ঠান্ডুকে অন্যায়ভাবে আটকের পর মারধর করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ ঠান্ডুর বিরুদ্ধে থানায় কোনও মামলা নেই বলেও দাবি করেন তিনি।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাম প্রসাদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ঠান্ডুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই ঠান্ডুর মৃত্যু হয়। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মাথা থেঁতলে গিয়েছিল।’
এ বিষয়ে এএসআই রবিউল ইসলাম বুধবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে ঠান্ডু মিয়াকে আটক করে মোটরসাইকেলে করে আনার পথে সে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ঠন্ডু মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে চিকিৎসার জন্য নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন,‘অফিসিয়াল কাজে আমি বুধবার সিরাজগঞ্জ জেলা সদরে ছিলাম। আমি ঠান্ডুকে আটকের নির্দেশ দেইনি। এএসআই রবিউল ইসলাম মিথ্যা বলেছে।

আরও পড়ুন-

তরুণদের বিপথগামিতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

/জেবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী