X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিশু চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, এক শিশু উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৬:১৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:২১

Narayanganj_Rab (2)

নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে অভিযান চালিয়ে মরিয়ম নামে এক শিশুকে উদ্ধার করাসহ শিশু চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মিনারা ওরফে তানিয়া (৪০), সদর উপজেলার ফতুল্লার মাসুম (৩০) ও একই এলাকার মৌসুমী (২১)। পলাতক রয়েছে ওই চক্রের সদস্য আল আমিন (২৮) ও তার স্ত্রী সালমা (২২)।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন জানান, ঢাকার শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু গত ২২ ফেব্রুয়ারি র‌্যাব-১১ এর কাছে তার ৮ মাসের মেয়ে মরিয়ম  নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব তদন্ত করে নিশ্চিত হয় অপরাধীরা নারায়ণগঞ্জে অবস্থান করছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় র‌্যাব-১১ নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে অভিযান চালিয়ে শিশু মরিয়মকে উদ্ধার ও তিনজন গ্রেফতার  করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মরিয়মকে চুরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে নিজ বাসা থেকে মরিয়মকে চুরি করেন তাদের বাসার পাশেই বসবাস করা আল আমিন (২৮) ও সালমা (২২) দম্পতি। পরে আল আমিন তার বোন মিনারা ওরফে তানিয়ার মাধ্যমে মরিয়মকে নিঃসন্তান মাসুম ও মৌসুমী দম্পতির কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

জিজ্ঞাসাবাদে মিনারা ওরফে তানিয়া জানান, তার ভাই আল আমিনের স্ত্রী পলাতক সালমা তার নিজের সন্তানকেও প্রায় ৮ মাস আগে ৭ মাসের গর্ভে থাকা অবস্থায় ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।

Narayanganj_Rab (1)

অপহৃত শিশু মরিয়মের মা সেতু বেগম র‌্যাবকে জানান, তার স্বামী বিল্লাল হোসেন (৩৬) মাদকাসক্ত। এরআগেও তার তিনটি সন্তান নিখোঁজ হয়েছে। তাদের প্রথম সন্তান জন ৫ বছর বয়সে এবং দ্বিতীয় সন্তান সৌরভ ৫ মাস বয়সে নিখোঁজ হয়। পরে জানতে পারেন সৌরভকে তার স্বামী বিল্লালের সহযোগিতায় তাদের পাশের বাসার ভাড়াটিয়া রোকান চুরি করেছেন। বর্তমানে শিশু সৌরভ রোকন দম্পতির সঙ্গে কুষ্টিয়ায় আছে। শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তার তৃতীয় সন্তান শারমিনকে ১১ মাস বয়সে সুলতানা নামে এক  নারী অপহরণ করে হত্যার পর শাহবাগ থানা এলাকার একটি ডাস্টবিনে ফেলে রাখে। শাহবাগ থানা পুলিশ সুলতানাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। চতুর্থ সন্তান শিশু মরিয়ম জন্ম নেওয়ার পর তার স্বামীর সঙ্গে তার ডির্ভোস হয়ে যায়।

র‌্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন আরও  জানান,  শিশু মরিয়ম অপহরণ ও বিক্রির সঙ্গে যুক্ত পলাতক অন্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন : জামালপুরে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা