X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

জঙ্গিরা ‘সাধনকুটির’ বাড়িটি ভাড়া নেয় ২৭ ফেব্রুয়ারি

এফ এম মিজানুর রহমান, চট্টগ্রাম
১৫ মার্চ ২০১৭, ২৩:৪৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১০:২০

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে আটক দম্পতি চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিরাবাদ নামারবাজার এলাকার ‘সাধনকুটির’ নামের বাড়ি থেকে গ্রেফতার হওয়া জঙ্গিরা গত ২৭ ফেব্রুয়ারি ওই বাড়ি ভাড়া নিয়েছিল। ২ মার্চ তারা ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠে কাপড় ব্যবসায়ীর পরিচয়ে। পরে ৪ মার্চ জঙ্গি জসিম বাসায় নিয়ে আসেন স্ত্রী আরজিনা ও শিশু সন্তানকে। বাড়ির মালিক সুভাষ চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শুরু থেকেই জসিম ও তার সহযোগীদের তৎপরতা ছিল সন্দেহজনক।
সাধনকুটির বাড়িটির মালিক সুভাষ চন্দ্র দাস পেশায় ঠিকাদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি আমার স্ত্রীর কাছ থেকে জসিম বাসা ভাড়া নেয়। এসময় সে নিজেকে একজন কাপড়ের ব্যবসায়ীর পরিচয় দেয়। এ মাসের ২ তারিখে দু’টো খাট ও আলনা বাসায় ওঠে জসিম। বাসায় কে কে থাকবে জানতে চাইলে জসিম জানান, পরিবার নিয়েই তিনি থাকবেন বাসায়। আমি তখন তাকে জানাই, ব্যাচেলর হিসেবে বাসায় থাকা যাবে না। তার স্ত্রীকে নিয়ে আসতে বলি আমি। পরে ৪ তারিখে স্ত্রী ও সন্তানকে এই বাসায় নিয়ে আসে জসিম।’
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান সুভাষ চন্দ্র বলেন, ‘জসিম বাসায় ওঠার পর ঘরের দরজা-জানালা প্রায় সময়ই বন্ধ থাকত। তারা কারও সঙ্গে তেমন কথা বলত না। তাদের এমন আচরণে আমার সন্দেহ হয়। এর মধ্যে ২ তারিখে যখন তারা খাট ও আলনা নিয়ে আসে তখন জানতে চাইলে জসিম জানায় তাদের বাড়ি থেকে তারা এগুলো নিয়ে এসেছে। কিন্তু যে রিকশাওয়ালা এগুলো নিয়ে এসেছিল, সে ছিল আমার পরিচিত। সে আমাকে জানায় যে এগুলো রামু থেকে আনা হয়েছে। এতে আমার সন্দেহ আরও ঘনীভূত হয়।’
জসিমদের নিয়ে সন্দেহ হওয়ায় মঙ্গলবার (১৪ মার্চ) রাতে সুভাষ চন্দ্র বাসায় ঢোকেন। তাদের কাছে গিয়ে জাতীয় পরিচয়পত্র দেখতে চান। কিন্তু প্রথমেই তাকে বাসায় ঢুকতে দেওয়া হয় না। সুভাষ বলেন, ‘প্রথমে আমাকে ওরা বাসায় ঢুকতে বাধা দেয়। পরে দরজা খুলে দিলে ভেতরে ঢুকে বিছানার ওপর কিছু ইলেকট্রিক সার্কিট দেখতে পাই। আমি ওদের কাছে জানতে চাই, তোমরা তো কাপড়ের ব্যবসা করো, তোমাদের কাছে সার্কিট কেন? বাসায় থাকা জসিমের চার সহযোগীর মধ্যে দু’জন বলে, তাদের ইলেকট্রিক পণ্যের ব্যবসা আছে। তাদের এই কথায় সন্দেহ হলে আমি ওদের ওখান থেকে সার্কিটের কয়েকটি স্যাম্পল সংগ্রহ করি। ওদের আইডি কার্ডও নেই।’
পরদিন বুধবার (১৫ মার্চ) সকালে বন্ধু সুনন্দ ভট্টাচার্য সাগরকে সঙ্গে নিয়ে স্থানীয় বাজারে গিয়ে ইলেকট্রনিক পণ্য বিক্রেতাদের কাছে ওই ইলেকট্রনিক সার্কিটগুলো দেখান সুভাষ। তারা সুভাষকে বলেন, এগুলো টাইম কন্ট্রোল ডিভাইস। এগুলো অনেক খারাপ কাজে ব্যবহৃত হতে পারে। সুভাষ বলেন, ‘বাজার থেকে এসে ওদের কাছ থেকে নেওয়া আইডি কার্ডগুলোর নম্বর অনলাইনে ভেরিফাই করার চেষ্টা করি। কিন্তু ওই আইডি কার্ডগুলোর নম্বর অনলাইনে পাইনি। এতে আমরা নিশ্চিত হয়ে যাই যে ওরা আমাদের মিথ্যা বলেছে। দুপুরে গিয়ে ওদের বাসা ছেড়ে দিতে বলি।’
সুভাষ বলেন, ‘বাসা ছেড়ে দেওয়ার কথা বললে ওরা বলে যে বাসা ছেড়ে দেবে। এসময় জসিম খাটের নিচ থেকে একটি কালো ব্যাগ বের করে খুলতে চাইলে আমার বন্ধু সাগর তাকে বাধা দেয়। ব্যাগ নিয়ে দুজনের মধ্যে টানাহেচড়া হয়। এক পর্যায়ে জসিমের গামবুটের ভেতর থেকে একটি পিস্তল বেরিয়ে আসে। আমরা জসিমকে জাপটে ধরে আটকে রাখি। আরজিনাকেও আটকে ফেলি। আরজিনার কোমরে সুইসাইড ভেস্ট বাঁধা ছিল। ওদের আটকে রেখে আমরা ডাকাত বলে চিৎকার করি। এতে আশপাশ থেকে মানুষ জড়ো হয়ে তাদের ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।’
প্রসঙ্গত, কিছুদিন আগে চট্টগ্রামে মীরেরসরাইয়েও একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই আস্তানাও জঙ্গিরা ভাড়া নিয়েছিল কাপড় ব্যবসায়ীর পরিচয় দিয়ে।

আরও পড়ুন-

‘সীতাকুণ্ডের প্রেমতলায় অবরুদ্ধ তিন জঙ্গি জেএমবি সদস্য’

সীতাকুণ্ডে আরও এক ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, দম্পতি আটক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা