X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বড় হতে হবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৭, ২০:৪০আপডেট : ১৭ মার্চ ২০১৭, ২০:৪৮

শিশু সমাবেশে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই পরোপকারী ছিলেন উল্লেখ করে শিশুদের সেই আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বঙ্গবন্ধুতনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বড় হতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে। একদিন তোমরা দেশের কর্ণধার হবে। তোমারাও যেন আমার মতো প্রধানমন্ত্রী হতে পার, সেই আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠতে হবে।’
বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় দাদীর কাছে শোনা বাবার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি মানুষের উপকারের জন্য কাজ করতেন। নিজের জামা, খাবার ও অন্যান্য জিনিস অভাবি মানুষকে বিলিয়ে দিতেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন, এ দেশের প্রতিটি শিশু শিক্ষিত হবে। আমরা সেই চেষ্টা করছি। প্রতিটি শিশুর মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, তা বিকাশের সুযোগ করে দিচ্ছি।’
সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা যেন বিপথে না যায়, সে বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। তারা যেন জঙ্গি ও মাদকাসক্ত হয়ে না পড়ে, তা খেয়াল রাখতে হবে। শিক্ষকরা খোঁজ রাখবেন, শিশুরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকছে কিনা।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই বিশেষ সমাবেশে খানিকটা ব্যতিক্রম ঘটিয়েই সভাপতিত্ব করে শিশু প্রতিনিধি উপমা বিশ্বাস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং শিশুদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখে শিশু ফাইয়াদ মোহাম্মদ আবদুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনির হোসেন ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
শিশু সমাবেশ শেষে প্রধানমন্ত্রী সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে শিশু ও মহিলা অধিদফতরের উদ্যোগে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার একশ দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছান। সকাল ১০টার পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদও সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে দু’জনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন। এসময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।


আরও পড়ুন-


বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন আজ

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধুর ৮টি জন্মদিন কেটেছে কারাগারে

টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
/টিআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা